শিরোনাম

South east bank ad

নাটোরে নির্বাচনের টাকা জোগাতে চাঁদাবাজি, কাউন্সিলর প্রার্থী গ্রেফতার

 প্রকাশ: ০৫ ডিসেম্বর ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

মো: রবিউল ইসলাম, (নাটোর):

নাটোরে চাঁদাবাজির অভিযোগে ফয়সাল আহম্মেদ ওরফে মুরগী সোহেল নামে এক কাউন্সিলর প্রার্থীকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতারকৃত সোহেল এলাকার মৃত মনতাজ আলীর ছেলে এবং সে পৌরসভার ৩ নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী।

শনিবার (৪ ডিসেম্বর) বিকেলে তার জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণ করেছে আদালত। এর আগে ভোররাতে শহরের হাজরা নাটোরের বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।

নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর রহমান জানান, পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী ও চাঁদাবাজ ফয়সাল আহম্মেদ ওরফে মুরগী সোহেল দীর্ঘদিন ধরে একজন খ্যাতনামা কৃষিবিদকে হুমকি ধামকি দিয়ে চাঁদা আদায় করে আসছিল । পৌর নির্বাচনে কাউন্সিলর পদে নির্বাচনের খরচ বাবদ ঐ কৃষিবিদের কাছে মোটা অংকের টাকা দাবী করলে বিষয়টি তিনি পুলিশকে জানান । পুলিশ অভিযোগ পাওয়ার পর পরই অভিযান চালিয়ে মুরগী সোহেলকে চাঁদার টাকাসহ গ্রেফতার করে এবং আদালতে পাঠায় । আদালত জামিন নামঞ্জুর করে তাকে জেলহাজতে প্রেরণ করে । মুরগী সোহেলের বিরুদ্ধে সন্ত্রাস ও চাঁদাবাজির একাধিক মামলা রয়েছে ।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: