আনোয়ারায় ইয়াবাসহ আটক ২, প্রাইভেটকার জব্দ
জাহিদ হাসান হৃদয়, (আনোয়ারা) :
চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় প্রাইভেট কারের চাকায় লুকিয়ে ইয়াবা পাচারকালে ৩০ হাজার পিস ইয়াবাসহ দুই ইয়াবা পাচারকারীকে আটক করেছে আনোয়ারা থানা পুলিশ।
শনিবার (৪ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলার কালাবিবি দীঘির মোড় এলাকায় আনোয়ারা থানা পুলিশের একটি আভিযানিক দল অভিযান চালিয়ে তাদের আটক করে।
আটককৃতরা হলেন,কক্সবাজার টেকনাফ বেলপাড়া এলাকার আবদুল মজিদ(২৫) ও মোঃ সাইফুল (২৪)।
আনোয়ারা থানা পুলিশ সূত্রে জানা যায়,গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার কালাবিবি দীঘির মোড় এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এই সময় টেকনাফ থেকে আসা ঢাকামেট্রো-গ-২৮-৬৩৬৫ নাম্বারের একটি প্রাইভেটকারকে সংকেত দেন পুলিশ। পরে তল্লাশি চালিয়ে গাড়ির চাকার ভিতর থেকে পলিথিনে মোড়ানো ৩০ হাজার পিস ইয়াবা এবং পাচার কাজে ব্যবহুত প্রাইভেটকারটি জব্দ করা হয়। এসময় গাড়িতে থাকা রুমা আকতার (১৯),ঝুমা আকতার (২২) ও খদিজা(৫০) নমের তিনজন যাত্রীকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়।
আটককৃতদের প্রাথমিক জিজ্ঞেসাবাদে জানা যায়,ইয়াবা পাচারকালে জড়িত ছিল মূলত আব্দুল মজিদ ও সাইফুল। সন্দেহ এড়াতে ঐ তিন নারীকে ভাড়া করা হয়েছিলো।
এবিষয়ে জানতে থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম দিদারুল ইসলাম সিকদারের সাথে যোগাযোগ করতে থানায় গেলে ওসিকে না পেয়ে মুঠোফোনে যোগাযোগ করলে ওনি অসুস্থতার কথা বলে ৫টায় যোগাযোগ করতে বলেন। এসময় পুলিশ পরিদর্শক (তদন্ত) কে না পেয়ে মুঠোফোনে যোগাযোগ করতে চাইলে ফোন রিসিভ না করায় যোগাযোগ করা সম্ভব হয়নি।