শিরোনাম

South east bank ad

জটিল রোগে আক্রান্ত রোগী ও শিক্ষার্থীদের মাঝে চেক বিতরণ

 প্রকাশ: ০৪ ডিসেম্বর ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

সোহেল কান্তি নাথ, (বান্দরবান):

বান্দরবানে সমাজসেবা অধিদপ্তর ও বাংলাদেশ জাতীয় সমাজ কল্যাণ পরিষদের অর্থায়নে এবং বান্দরবান পার্বত্য জেলা পরিষদ ও জেলা সমাজসেবা অধিদপ্তরের আয়োজনে বিভিন্ন জটিল আক্রান্ত রোগী, মেধাবী, গরীব, অসহায় ও মেধাবী, গরীব, অসহায়, প্রতিবন্ধী ব্যক্তি ও শিক্ষার্থীদের শিক্ষা মাঝে অনুদান ও চেক বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৪ ডিসেম্বর ২০২১) সকালে স্থানীয় অরুণ সারকি চাউন হলে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আর্থিক অনুদান ও চেক বিতরণ করেন।

এসময় বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ক্য শৈ হ্লা এর সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে পার্বত্য জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা এটি এম কাউছার হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ সাদেক হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার রেজা সরোওয়ার, সিভিল সার্জন ডাঃ অং সুই প্রু মার্মা, পার্বত্য জেলা পরিষদের সদস্য তিং তিং ম্যা, জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক মিল্টন মুহুরী, প্রেসক্লাবের সভাপতি মনিরুল ইসলাম মনুসহ জটিল রোগে আক্রান্ত রোগী, প্রতিবন্ধী, গরীব, মেধাবী ও অসহায় শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পার্বত্যমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি বলেন, আমাদের সকলকেই ঈশ্বর সৃষ্টি করেছেন। এর মধ্যে একেক জনকে একেকভাবে সৃষ্টি করেছেন। এর মধ্যে অনেকে সুস্থ ও অনেকেই প্রতিবন্ধী হয়। তিনি আরো বলেন, প্রতিবন্ধী বা স্বাভাবিক যাই হোক না কেন, তাদের সকলের প্রতি যত্মশীল হতে হবে। প্রতিবন্ধীরাও বর্তমানে সাধারণ ছেলে মেয়েদের মত লেখাপড়া ও সকল কাজে এগিয়ে যাচ্ছে। তিনি অন্য সকল শিশুদেরমত প্রতিবন্ধী শিশুদের প্রতিও বিশেষ নজর রাখার আহ্বান জানান।

পরে প্রধান অতিথি জেলার বিভিন্ন উপজেলার ক্যান্সার, কিডনী, লিভার সিরোসিস, স্টোকে প্যারালাইজড, জন্মগত হৃদরোগ ও থ্যালাসেমিয়ায় আক্রান্ত ১৫ জন রোগীকে ৫০ হাজার টাকা করে মোট ৭ লক্ষ ৫০ হাজার টাকা, মেধাবী, গরীব, অসহায়, প্রতিবন্ধী শিক্ষার্থী ৪২৫ জনকে ৩ হাজার ৫০০ টাকা করে মোট ১৪ লক্ষ ৮৭ হাজার ৫০০ টাকা এবং দুঃস্থ ১২৪ জন শিক্ষার্থীদের চিকিৎসার জন্য মোট ৬ লক্ষ ৬৮ হাজার টাকার এককালীন আর্থিক অনুদানের চেক প্রদান করেন।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: