নাটোরে ডোবায় পড়ে শিশুর মৃত্যু
মো: রবিউল ইসলাম, (নাটোর):
নাটোরের গুরুদাসপুর উপজেলার ধারাবারিষা ইউনিয়নের পোয়ালশুড়া গ্রামে ডোবার পানিতে পড়ে ফয়সাল আহমেদ (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
শুক্রবার (০৩ ডিসেম্বর ) বিকেল সাড়ে ৩টার দিকে এই ঘটনা ঘটে। নিহত শিশু পোয়ালশুড়া গ্রামের সজিব আলীর ছেলে।
মৃতের পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, পোয়ালশুড়া গ্রামের সজিব আলীর শিশু ছেলে শুক্রবার বিকেলে নিজ বাড়ির উঠানে খেলা করছিল। কিছুক্ষণ পর পরিবারের লোকজন কোথাও তাকে দেখতে না পেয়ে চারপাশে খোঁজাখুজি শুরু করে। আধাঘণ্টা খোঁজার পর বাড়ির পাশের ডোবায় শিশু ফয়সালের লাশ ভাসতে দেখতে পায়। সেখান থেকে উদ্ধার করে তাকে দ্রুত গুরুদাসপুর হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডাক্তার আরিফা আফরোজ বানু তাকে মৃত ঘোষণা করেন।
গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মতিন পানিতে ডুবে শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ব্যাপারে গুরুদাসপুর থানায় একটি অপমৃত্যুর মামলা হবে। কোন অভিযোগ না থাকায় লাশ দাফন করার অনুমতি দেওয়া হয়েছে।