শিরোনাম

South east bank ad

ঢাকা-জামালপুর ডাবল লাইন দ্রুত বাস্তবায়ন ও যাত্রীসেবার মানবৃদ্ধির দাবিতে রেল অভিযাত্রা

 প্রকাশ: ০৩ ডিসেম্বর ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

বিডিএফএন টোয়েন্টিফোর.কম

শামীম আলম, (জামালপুর) :

ঢাকা-জামালপুর ডাবল লাইন দ্রুত বাস্তবায়ন ও ভূয়াপুর-টাঙ্গাইল রুটে রেলের বাইপাস নির্মাণসহ সারাদেশে রেলের যাত্রীসেবার মানবৃদ্ধির দাবিতে রেল অভিযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

আজ (শুক্রবার) দুপুরে ঢাকা থেকে জামালপুর পর্যন্ত বিশেষ ট্রেনে রেল অভিযাত্রা শেষে জামালপুর স্টেশনে সমাবেশ করে নাগরিক অধিকার সংরক্ষণ ফোরাম, পরিবেশ বাঁচাও আন্দোলন(পবা), বৃহত্তর ময়মনসিংহ সমন্বয় পরিষদসহ কয়েকটি সংগঠন। সমাবেশে সভাপতিত্ব করেন নাগরিক অধিকার সংরক্ষণ ফোরামের কেন্দ্রিয় সভাপতি হাফিজুর রহমান ময়না।

এ সময় বক্তব্য রাখেন তেল-গ্যাস, খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির সদস্যসচিব অধ্যাপক আনু মুহাম্মদ, বৃহত্তর ময়মনসিংহ সাংস্কৃতিক ফোরাম জামালপর শাখার সভাপতি সৈয়দ আতিকুর রহমান ছানা, জেলা প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট ইউসুফ আলী, মানবাধিকার কমিশন জামালপুর শাখার সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম প্রমুখ। পরিবেশ বাঁচাও আন্দোলনের কেন্দ্রিয় সমন্বয়কারী আতিক মোর্শেদের সঞ্চালনায় সমাবেশে বক্তারা বলেন, সারাদেশে রেলওয়েকে প্রধান পরিবহণে পরিনত করতে পারলে সড়ক দূর্ঘটনা কমার পাশাপাশি, কম সময়ে ও কম খরচে সাধারণ মানুষ যাতায়ত করতে পারতো। পাশাপাশি রক্ষা পেতো পরিবেশ। এসময় বক্তারা ঢাকা-জামালপুর ডাবল লাইন দ্রুত বাস্তবায়ন, ভূয়াপুর-টাঙ্গাইল রুটে রেলের বাইপাস নির্মাণসহ সারাদেশে রেলের যাত্রীসেবার মানবৃদ্ধির দাবি জানান।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: