এশিয়ানের তারেক এখন যুগান্তরের বরগুনা জেলা প্রতিনিধি
এম.এস রিয়াদ, (বরগুনা) :
বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন এশিয়ান টেলিভিশন ও বরিশালের দৈনিক আজকের বার্তার জেলা প্রতিনিধি এবং বরগুনা সাংবাদিক ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম রতন (রতন মিয়া) গত ৩০ নভেম্বর দেশের অন্যতম ও বহুল প্রচারিত জাতীয় দৈনিক যুগান্তর পত্রিকার বরগুনা জেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ পেয়েছেন।
তিনি ২০১৪ সালে বরগুনা থেকে প্রকাশিত দৈনিক সৈকত সংবাদ পত্রিকার বিশেষ প্রতিনিধি হিসেবে সাংবাদিকতায় যাত্রা শুরু করেন। পরে বরিশাল থেকে প্রকাশিত দৈনিক আজকের বার্তার জেলা প্রতিনিধি হিসেবে কাজ করেন। দীর্ঘদিন কাজের ফলস্রতিতে স্টাফ রিপোর্টারের দায়িত্ব পান। এছাড়াও জাতীয় দৈনিক কালবেলা পত্রিকায় জেলা প্রতিনিধি হিসেবেও কাজ করেন। এরই মধ্যে জনপ্রিয় বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন এশিয়ান'র জেলা প্রতিনিধি হিসেবে কর্মরত রয়েছেন।
রতন মিয়া বামনা উপজেলার উত্তর কাকচিড়া ইউনিয়নের বাসিন্দা মৃত. আবদুল খালেক হাওলাদার ও মৃত. মরিয়ম বিবির এগার সন্তানের মধ্যে সর্বকনিষ্ঠ সন্তান। রতন বিবাহিত জীবনে এক ছেলে ও এক মেয়ে সন্তানের জনক। স্ত্রী তহুরা ইসলাম পেশায় একজন গৃহিণী।
রতন মিয়া শিক্ষা জীবনে উত্তর কাকচিড়া মাধ্যমিক বিদ্যালয় থেকে ১৯৯৯ সালে বিজ্ঞান বিভাগে এস এস সি পাস করেন। পরে পাথরঘাটা মহাবিদ্যালয় (কলেজ) থেকে মানবিক বিভাগে এইচএসসি পাস করেন।
বরিশাল হাতেম আলী কলেজ থেকে স্নাতক ডিগ্রি (সমাজ বিজ্ঞান) অর্জন করেন। বরিশাল ব্রজমোহন বিশ্ববিদ্যালয় (বিএম) কলেজ থেকে বিএসএস পাস কোর্স (সমাজ বিজ্ঞান) ও পলিটিক্যাল সাইন্সে (রাষ্ট্রবিজ্ঞান) মাস্টার্স ডিগ্রি সম্পন্ন করেন। বর্তমানে তিনি ন্যশনাল ইউনিভার্সিটি থেকে এলএলবি (আইন) বিষয়ে অধ্যায়নরত রয়েছেন।
তরিকুল ইসলাম রতন ওরফে রতন মিয়া তার লেখনীর মাধ্যমে দেশের মন্দকে নিধন করতে ও ভালোকে বিশ্বের বুকে নতুন আঙ্গিকে পৌঁছে দিতে একজন কলম যোদ্ধা হিসেবে বিলিয়ে রাখতে চান সকলের মাঝে। সেই সাথে তিনি সকল শুভাকাঙ্ক্ষী ও সাধারণ মানুষের দোয়া ও সহযোগিতা কামনা করেন।