সবাইকে কাদিয়ে চিরনিদ্রায় শায়িত হলেন মাওলানা সাজিদুর রহমান
নুর উদ্দিন সুমন, (হবিগঞ্জ):
হবিগঞ্জ সদর উপজেলা ছাত্রলীগের সাবেক সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আহমদ কবির এর পিতা শায়েস্তাগঞ্জ উপজেলা আহলে সুন্নাত ওয়াল জামাত এর সভাপতি ও শায়েস্তাগঞ্জ মাদরাসাতুল মাদিনার সভাপতি আলহাজ্ব মাওলানা সাজিদুর রহমান ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৬ বছর। বুধবার (১ডিসেম্বর) ভোর ৬টায় সাবাসপুর নিজ বাড়ী (বড়ঘর) তিনি ইন্তেকাল করেন। বেশ কিছুদিন ধরে মাওলানা সাজিদুর রহমান বিভিন্ন রোগে ভুগছিলেন। বুধবার বিকেল ৩টায় জহুর চান বিবি মহিলা কলেজ মাঠ প্রাঙ্গণে জানাজার নামাজ শেষে সবাইকে কাঁদিয়ে শায়েস্তাগঞ্জ সাবাসপুর পারিবারিক কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হয়েছেন। জানাজা নামাজে ছাত্র,শিকক্ষক, পুলিশ, সাংবাদিক, বিভিন্ন মাদ্রসার প্রধানগণ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ সহ কয়েক হাজার মুসল্লি অংশ গ্রহণ করেন।
মৃত্যুকালে স্ত্রী, চার মেয়ে, এক ছেলে নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন তিনি। এর আগে জানাজার নামাজপূর্ব শেষবারের মতো দেখতে জনতা ভিড় করে নিজ বাড়ি সাবাসপুর ও কলেজ মাঠে। স্থানীয় ওলামায়ে কেরাম ছাড়াও বিভিন্ন অঞ্চল থেকে ছুটে আসেন হাজারো আলেম ও ছাত্র-জনতা। জানাজা পূর্ব মাওলানা সাজিদুর রহমান স্মরণে বক্তব্যে আলেমরা বলেন, মাওলানা সাজিদুর রহমান সারাজীবন দীনের ওপর অবিচল থেকেছেন। তিনি মাদরাসার ছাত্র-শিক্ষক ও পড়ালেখার উন্নতির জন্য নিরলস পরিশ্রম করেছেন।
পরে তার আত্নার মাগফেরাত কামনায় দোয়া করা হয়। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন হবিগঞ্জ জেলা আওয়ামীলীগের সভাপতি ও সংসদ সদস্য এডভোকেট মো: আবু জাহির এমপি, শায়েস্তাগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রশিদ তালুকদার ইকবাল,পৌর মেয়র এম এফ আহমদ অলি, মাওলানা নুরুদ্দীন জঙ্গি, সিরাজ নগর দরবারশরফী মাদ্রাসার পেন্সিপাল মাওলানা আব্দুল করিম ,জেলা পরিষদের সদস্য আব্দুল্লাহ সরদার, ভাইস চেয়ারম্যান গাজিউর রহমান ইমরান, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান মাহবুবুর রহমান আউয়াল,নিজামপুর ইউনিয়নের চেয়ারম্যান মো: তাজ উদ্দিন,চেয়ারম্যান বুলবুল চৌধুরী, শায়েস্তাগঞ্জ কামিল মাদ্রসার পেন্সিপাল মাওলা সাহাব উদ্দিন, সিরাজ নগর মাদ্রসার ভাইস পেন্সিপাল শেখ সিরাজুল ইসলাম, হবিগঞ্জ দারুছুন্নাহ কামিল মাদ্রাসার পেন্সিপাল মাওলানা ফারুক আহমদ , হবিগঞ্জ জেলা আহলে সুন্নাত ওয়াল জামাত এর সভাপতি আলী মোহম্মদ চৌধুরী, উপজেলা আহলে সুন্নাত ওয়াল জামাত এর সভাপতি মাওলানা হারুনুর রশিদ, শায়েস্তাগঞ্জ কামিল মাদ্রসার গভনিং বডির সদস্য মো: শাহজাহান, কাউন্সিলর আব্দুল আহাদ, আব্বাস উদ্দিন, মো: তৌহিদুল ইসলাম , শোক প্রকাশ করেছেন। সেই সঙ্গে তারা মরহুমের রুহের মাগফিরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। পাশাপাশি হবিগঞ্জ জেলা ও শায়েস্তাগঞ্জ উপজেলার আহলে সুন্নাত ওয়াল জামাত এর বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন।