রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের উদ্বোধন
সুশান্ত কুমার সরকার, (পাবনা):
রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের ভৌত সুরক্ষা ব্যবস্থা (পিপিএস) নির্মাণ প্রকল্পের উদ্বোধন করা হয়েছে। বুধবার দুপুরে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান প্রধান অতিথি হিসেবে সুইচ চেপে ও বেলুন উড়িয়ে এর উদ্বোধন করেন।
এ সময় তিনি বলেন, আগামী ১০০ বছরের নিরাপত্তার বিষয়টি বিবেচনায় রেখে বহুস্তরের নিরাপত্তা বলয় নির্মাণের মাধ্যমে নিরাপদ ও সুরক্ষিত বিদ্যুৎ উৎপাদনে সহায়ক পরিবেশ নিশ্চিত করাই এ প্রকল্পের উদ্দ্যেশ্য।
তিনি আরও বলেন, আইইএর গাইড লাইন অনুযায়ী কাজ চলছে। যেহেতু আমাদের লাইসেন্স নিতে হবে; সে বিষয়টি মাথায় রেখে সর্বোচ্চ নিরাপত্তার মধ্যে কাজ এগিয়ে চলেছে। বাংলাদেশ সেনাবাহিনী এই কাজে সহযোগিতা করছে। ইতোমধ্যে তারা প্রশিক্ষণও নিয়েছে। এজন্য রাশিয়ার সাথে যৌথভাবে তারা কাজ করছে। পরে প্রকল্পের উদ্দ্যেশ্য নিয়ে সেমিনার অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ সেনাবাহিনীর চিফ অফ জেনারেল স্টাফ (সিজিএস) লেফটেন্যান্ট জেনারেল আতাউল হাকিম সারওয়ার হাসান ও রাশিয়ান স্টেট করেপারেশন রোসাটমের বৈদেশিক প্রকল্প প্রধান রুসলান বাইচুরিন।
পরে প্রকল্প এলাকায় উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী স্থপতি ড. ইয়াফেস ওসমান, সেনাবাহিনীর চিফ অফ জেনারেল স্টাফ (সিজিএস) লেফটেন্যান্ট জেনারেল আতাউল হাকিম সারওয়ার হাসান ও রাশিয়ান স্টেট করেপারেশন রোসাটমের বৈদেশিক প্রকল্প প্রধান রুসলান বাইচুরিন, বিগ্রেডিয়ার আব্দুল্লাহ ইউসুফ, কর্নেল মোঃ কবির উদ্দিন শিকদার।
পাবনা -৪ আসনের সংসদ সদস্য নুরুজ্জামান বিশ্বাস, পাবনা-সিরাজগঞ্জ এলাকার নারী সংসদ সদস্য নাদিরা ইয়াসমিন জলি, ঈশ্বরদী পৌরসভার মেয়র ইসহাক মালিথা, প্রকল্প পরিচালক ড. শৌকত আকবর, পাবনা প্রেসক্লাব সভাপতি এবিএম ফজলুর রহমান, প্রকল্প সংশ্লিষ্ট কর্মকতা ও সুধিজন এ সময় উপস্থিত ছিলেন।
বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণলয়ের তত্ত্বাববধানে পারমাণবিক নিরাপত্তা ও ভৌত অব কাঠামো সেল (এনএসপিসি) বাংলাদেশ সেনাবাহিনীর ব্যবস্থাপনায় জেএসসি এলেরেন রাশান ফেডারেশন কর্তৃক প্রকল্পটি নির্মাণ করা হচ্ছে।
অনুষ্ঠানে ড. ইয়াফেস ওসমান বলেন, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প আমাদের জন্য বিশাল একটি অর্জন। আমাদের মত দেশের জন্য এই অকল্পনীয় প্রকল্প বাস্তবায়ন কেবল প্রধানমন্ত্রী শেখ হাসিনার দুঃসাহসিক সিদ্ধান্তের কারণেই সম্ভব হয়েছে।