ছেলেকে ভর্তি করে ফেরার পথে ট্রেনে কাটা পড়ে পিতার মৃত্যু
মো: রবিউল ইসলাম, (নাটোর):
নাটোরের লালপুরে ট্রেনে কাটা পড়ে হেমায়েত উদ্দীন (৫৮) নামে এক জনের মৃৃত্যু হয়েছে।
বুধবার (০১ ডিসেম্বর) দুপুরে লালপুর উপজেলার আজিমনগর রেলওয়ে স্টেশনের গুচ্ছগ্রাম এলাকায় দিনাজপুর থেকে ঢাকা গ্রামী দ্রুতযান এক্সেপ্রেস ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
নিহত হেদায়েত উদ্দিন খুলনা জেলার বাঘমারা এলাকার বাসিন্দা এবং খুলনা যুব উন্নয়ন অধিদপ্তরের প্রাক্তন সহকারী পরিচালক।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, নাটোরের বাগাতিপাড়া উপজেলার বাউয়েট বিশ্ববিদ্যালয়ে ছেলেকে ভর্তি করার জন্য এসে ছিলেন হেমায়েত উদ্দীন । দুপুরে বাড়ি ফেরার জন্য আজিমনগর রেলওয়ে স্টেশনের প্লাটফর্মে উঠার সময় রেললাইনে পা আটকে গেলে দ্রুত যান এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
আজিমনগর রেলওয়ে স্টেশনের স্টেশন মাষ্টার আব্দুল্লাহ আল মামুন ঘটানার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে ঈশ্বরদী জিআরপি পুলিশ এসে নিহতের লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করেছেন।