নৌকার বিপক্ষে ধুনটে ইউনিয়ন আ.লীগের সভাপতি সম্পাদকসহ ১০ জন বহিষ্কার
প্রদীপ মোহন্ত, (বগুড়া):
বগুড়ার ধুনট উপজেলার ১০ ইউনিয়ন নির্বাচনে নৌকা মার্কার বিপক্ষে অবস্থান নেয়ার অভিযোগে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ১০ নেতাকর্মীকে বহিষ্কার করা হয়েছে।
গতকাল মঙ্গলবার (৩০ নভেম্বর ২০২১) রাতে ধুনট উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক টিআইএম নূরুন্নবী তারিক ও সাধারণ সম্পাদক আব্দুল হাই খোকন এতথ্য নিশ্চিত করেন।
বহিষ্কিতরা হলেন, ধুনট উপজেলার চিকাশি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলেফ বাদশা, গোসাইবাড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লুৎফর রহমান, চৌকিবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক লেলিন রেজা, সদস্য জাহিদ হাসান বিপ্লব, ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আব্দুল আজিজ, সাধারণ সম্পাদক সেলিম রেজা, চিকাশী ইউনিয়ন আ. লীগের যুগ্ম সম্পাদক মোখলেছুর রহমান, সদস্য মোহাম্মদ আলী, মোসলেম উদ্দিন ও শিপন।
ধুনট উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক টিআইএম নূরুন্নবী তারিক বলেন, ইউপি নির্বাচনে নৌকা মার্কার প্রার্থীর বিপক্ষে অবস্থান নেয়ার কারণে ১০ জন নেতাকর্মীকে দল থেকে অব্যাহিত প্রদান করা হয়েছে।