বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীকে কটুক্তি বলায় আ.লীগের সেই নেতাকে বহিষ্কার
প্রদীপ মোহন্ত, (বগুড়া):
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রীকে শেখ হাসিনা ও আওয়ামী লীগ নেতাদের নিয়ে কটুক্তি করা বগুড়ার শেরপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আহসান হাবিব আম্বীয়াকে দল থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে।
গতকাল মঙ্গলবার (৩০ নভেম্বর ২০২১) সন্ধ্যার শেরপুর শহরের টাউন ক্লাব পাবলিক লাইব্রেরি মহিলা অনার্স কলেজের মিলনায়তনে শেরপুর উপজেলা আওয়ামী লীগের বিশেষ জরুরি সভায় এ সিদ্ধান্ত হয়।
এর আগে বির্তক ওঠায় আহসান হাবিব আম্বীয়া আওয়ামী লীগের থেকে পদত্যাগ করেন। একই সঙ্গে সভায় উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ঘোষণা করা হয়েছে দলের যুগ্ম সাধারণ সম্পাদক সুলতান মাহমুদকে।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবদুস সাত্তার। সভা শেষে রাত সাড়ে আটটায় শেরপুর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বদরুল ইসলাম পোদ্দার বলেন, দলের এ বিশেষ জরুরি সভায় সদ্য পদত্যাগকারী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আহসান হাবিবকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে দল থেকে আজীবনের জন্য বহিষ্কারের সিদ্ধান্ত হয়েছে। সিদ্ধান্তের সুপারিশ কপি শিগগিরই বগুড়া জেলা আওয়ামী লীগের মাধ্যমে কেন্দ্রীয় কমিটির কাছে পাঠানো হবে।
বদরুল ইসলাম আরও বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও আওয়ামী লীগ নেতাদের নামে কটূক্তি করায় আহসান হাবিবের বিরুদ্ধে শেরপুর শহরে শত শত নেতা-কর্মী ও সমর্থক বিক্ষোভ করেছেন। এ ঘটনায় মঙ্গলবার দলের জরুরি বিশেষ সভায় তাঁকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়।
সভায় উপস্থিত ছিলেন বগুড়া জেলা আওয়ামী লীগের সদস্য আইনজীবী গোলাম ফারুক, শেরপুর উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মোহাম্মদ আলী, মুন্সি সাইফুল বারী, উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি গৌরদাস রায় চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক শাহ জামাল সিরাজী, ইলিয়াস উদ্দিন, মোছা. আজমিরা পারভিন, সাংগঠনিক সম্পাদক বদরুল ইসলাম পোদ্দার, নতুন দায়িত্বপ্রাপ্ত উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ প্রমুখ।
আহসান হাবিব গত (২৭ নভেম্বর) রাতে জেলা আওয়ামী লীগের সভাপতি মজিবর রহমানের কাছে তাঁর প্রতিনিধির মাধ্যমে দলীয় সাধারণ সম্পাদকের পদ থেকে পদত্যাগপত্র পৌঁছে দেন। উল্লেখ্য গতকাল এ বিষয়ে দৈনিক আমাদেরসময়ে একটি প্রতিবেদক ছাপা হয়।