পঞ্চগড়ে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার
মোঃ লিহাজ উদ্দিন, (পঞ্চগড়):
উত্তরের সীমান্তবর্তী জেলা পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় রান্না ঘর থেকে আল্পনা (২৬) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মৃত্যুটি রজস্যজনক বলে ধারণা করছে স্থানীয়রা। আজ বুধবার (০১ ডিসেম্বর) সকাল ১১টায় উপজেলার ভজনপুর ইউনিয়নের গোলাব্দিগছ গ্রামে এ ঘটনাটি ঘটে। আল্পনা একই গ্রামের মোমিনের স্ত্রী।
স্থানীয় ও নিহতের স্বামীর বরাত দিয়ে ভজনপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মোকছেদ আলী জানান, মোমিন ও আল্পনার প্রায় ১ বছর আগে বিয়ে হয়। বুধবার সকালে কাজের জন্য বাড়ির বাইরে যায় মোমিন। সকাল ১১টায় বাড়ি ফিরে আল্পনার ঝুলন্ত মরদেহ দেখে চিৎকার করে ওঠেন তিনি। তার চিৎকারে স্থানীয়রা ছুটে আসে এবং থানায় খবর দেয়। পরে দুপুরে পুলিশ ঘটনাস্থলে আসে। তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সায়েম মিয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, মরদেহটির ময়নাতদন্তের পর জানা যাবে এটি হত্যা না আত্মহত্যা।