ইউপি নির্বাচন নৌকার প্রার্থী ও আ. লীগ নেতার বিরুদ্ধে ২টি মামলা
প্রদীপ মোহন্ত, (বগুড়া):
তৃতীয় ধাপে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনকে কেন্দ্র করে বগুড়ার ধুনট উপজেলায় নৌকার সমর্থক ও স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীকে মারপিটের ঘটনায় আওয়ামী লীগ নেতাদের বিরুদ্ধে পৃথক দুইটি মামলা দায়ের হয়েছে।
মঙ্গলবার রাতে নৌকার সমর্থকের ভাই আব্দুল কাদির জিলানী ও স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীর ছেলে রাসেদুজ্জামান সবুজ বাদি হয়ে এ মামলা করেন।
নৌকার সমর্থককে মারপিটের মামলায় উপজেলার চিকাশি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলেফ বাদশাসহ ৮ জনকে আসামী করে হয়েছে। অজ্ঞাত আসামী রয়েছেন আরো ৭ জন।
অন্যদিকে ইউপি নির্বাচনে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মাসুদুল হক বাচ্চু (ঘোড়া প্রতীক) ও তার সমর্থকদের মারপিটের মামলায় নৌকার চেয়ারম্যান প্রার্থী আওয়ামী লীগ নেতা সামছুল বারীসহ ২১জনকে আসামী করা হয়েছে। অজ্ঞাত আসামী রয়েছেন আরো ১৫ জন।
এছাড়াও আলেফ বাদশা তার জামাতা স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী ঘোড়া প্রতীকের পক্ষে নির্বাচনী প্রচারণায় অংশ নেন। আওয়ামী লীগ দলীয় নৌকা প্রতিকের বিরুদ্ধে অবস্থান নেয়ায় আলেফ বাদশাকে দলীয় পদ থেকে অব্যাহতি দেয়া হয়েছে। ধুনট উপজেলা আওয়ামী লীগের সভাপতি টিআইএম নুরুন্নবী তারিক ও সাধারণ সম্পাদক আব্দুল হাই খোকন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়।
মামলা ও স্থানীয় সূত্রে জানা গেছে, স্কুল শিক্ষক আব্দুল্লাহ আল মামুন এবং ব্যবসায়ী ইমা করিম চিকাশি ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকার সমর্থক ছিলেন। এ কারণে আওয়ামী লীগ নেতা আলেফ বাদশা তাদের উপর ক্ষুব্ধ ছিলেন। মঙ্গলবার বেলা ১১টার দিকে তারা মোটর সাইকেল যোগে চিকাশি থেকে ধুনট বাজারের উদ্দেশে রওনা হয়।
এসময় চিকাশী মফিজ মোড় এলাকায় পৌছলে আওয়ামী লীগ নেতা আলেফ বাদশার নেতৃত্বে ২০-২২ জনের একটি দল তাদের উপর হামলা করে। এসময় তাদের পিটিয়ে আহত করা হয়। পরে স্থানীয় লোকজন এগিয়ে এসে তাদের উদ্ধার করে। আহতরা ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
অপরদিকে গত (২৮ নভেম্বর) ইউপি নির্বাচনের ভোট গ্রহণ শেষে বিকেল ৪টার দিকে উপজেলার গোসাইবাড়ি ইউনিয়নের জোড়খালি সিনিয়র ফাজিল ডিগ্রি মাদ্রাসা কেন্দ্র পরিদর্শনে যান স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মাসুদুল হক বাচ্চু (ঘোড়া প্রতীক)। এসময় নৌকার প্রার্থী সামছুল হক ও তার সমর্থকরা মাসুদুল হকের উপর হামলা চালায়।
হামলায় স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মাসুদুল হক ও তার সমর্থকসহ ৫ জন আহত হয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে প্রথমে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। সেখানে মাসুদুল হকের অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তিনি বর্তমানে সেখানে চিকিৎসাধীন রয়েছে। নির্বাচনে গোসাইবাড়ি ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মাসুদুল হক ৫ হাজার ১০১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।
ধুনট উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল হাই খোকন জানান, ইউনিয়ন পরিষদ নির্বাচনে চিকাশি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলেফ বাদশা নৌকার বিপক্ষে অবস্থান নিয়ে নির্বাচনী প্রচারণায় অংশ নিয়েছেন। নৌকার প্রার্থীর এমন অভিযোগের ভিত্তিতে ৩ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়। তদন্ত কমিটির প্রতিবেদনের প্রেক্ষিতে তাঁকে দলীয় পদ থেকে সাময়িক অব্যাহতি দেয়া হয়েছে।
আওয়ামী লীগ নেতা আলেফ বাদশা জানান, তার বিরুদ্ধে মারধরের মিথ্যা অভিযোগ দিয়ে মামলা করা হয়েছে। দলীয় পদ থেকে অব্যাহতির বিষয়ে এখনো কোন চিঠি হাতে পাননি।
গোসাইবাড়ি ইউনিয়নের নৌকার প্রার্থী সামছুল বারী জানান, ভোট কেন্দ্রের বাইরে মাসুদুল হকের সঙ্গে তার সমর্থকদের হাতাহাতির ঘটনা ঘটেছে। তার বিরুদ্ধে মামলার অভিযোগ সঠিক নয়।
ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কৃপা সিন্ধু বালা জানান, মারপিটের ঘটনায় থানায় দুটি মামলা নথিভুক্ত হয়েছে। মামলার আসামীদের গ্রেপ্তার চেষ্টা চলছে।