শিরোনাম

South east bank ad

নেত্রকোনায় অভ্যন্তরীন আমন চাল সংগ্রহ অভিযানের শুভ উদ্বোধন

 প্রকাশ: ৩০ নভেম্বর ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

আব্দুর রহমান, (নেত্রকোনা):

চলতি আমন মওসুমে নেত্রকোনায় অভ্যন্তরীন আমন সিদ্ধ চাল সংগ্রহ অভিযান শুরু হয়েছে। এ উপলক্ষ্যে নেত্রকোনা জেলা খাদ্য অফিসের উদ্যোগে আজ মঙ্গলবার (৩০ নভেম্বর ২০২১) সকাল ১১টায় শহরের বারহাট্টা রোডস্থ সদর খাদ্য গুদামে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রধান অতিথি হিসেবে আমন সিদ্ধ চাল সংগ্রহের শুভ উদ্বোধন করেন জেলা প্রশাসক কাজি মোঃ আবদুর রহমান।

এ সময় উপস্থিত ছিলেন জেলা খাদ্য নিয়ন্ত্রক মোঃ জাকারিয়া মুস্তফা, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা আক্তার, জেলা চাল কল মালিক সমিতির সভাপতি হাজী এইচ আর খান পাঠান সাখি, সাধারণ সম্পাদক উজ্জল সাহা, সদর উপজেলা কারিগরি খাদ্য কর্মকতার্ হিমেল সরকার, সদর খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকতার্ মোঃ ইমরুল কায়েস, জেলা কৃষক লীগের সভাপতি মোঃ শহীদ উদ্দিন সহ অন্যন্য মিল মালিকরা।

নেত্রকোনা জেলা খাদ্য নিয়ন্ত্রক মোঃ জাকারিয়া মুস্তফা জানান, চলতি আমন মওসুমে ৪০ টাকা কেজি দরে নেত্রকোনা জেলায় ১৯ হাজার ৭ শত ৮৯ মেট্রিকটন আমন সিদ্ধ চাল সংগ্রহ করা হবে। এর মধ্যে নেত্রকোনা সদর ও দূর্গাপুর উপজেলায় এ্যাপসের মাধ্যমে সরাসরি কৃষকদের কাছ থেকে এবং বাকী ৮ উপজেলায় ২৪২টি মিল মালিকদের কাছ থেকে সরাসরি গুদামে চাল সংগ্রহ করা হবে। এ কার্যক্রম চলবে ২৮ ফেব্রুয়ারী পর্যন্ত।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: