শিরোনাম

South east bank ad

নগরীর চকবাজার, কাজীর দেউরী ও কর্ণফুলী বাজার পলিথিনমুক্তকরণ উদ্যোগের শুভ উদ্বোধন

 প্রকাশ: ২৯ নভেম্বর ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

বিডিএফএন টোয়েন্টিফোর.কম

পরিবেশ দূষণ, নগরীর জলাবদ্ধতা ও কর্ণফুলী নদীর নাব্যতা হ্রাসের প্রধানতম অনুঘটক পলিথিন। পরিবেশের চরম হুমকী স্বরূপ এ পলিথিন চট্টগ্রাম নগরীতে ব্যবহার বন্ধের পদক্ষেপ হিসেবে নগরীর চকবাজার, কাজীর দেউরী ও কর্ণফুলী বাজারে পলিথিন মুক্তকরণ উদ্যোগের শুভ উদ্বোধন করেন চসিক মেয়র মো. রেজাউল করিম চৌধুরী।

পরিবেশ সুরক্ষা ও উন্নয়ন স্হায়ী কমিটি সভাপতি কাউন্সিলর শৈবাল দাশ সুমনের সভাপত্বিতে এসময় উপস্হিত ছিলেন প্যানেল মেয়র গিয়াস উদ্দিন, হাজি নুরুল হক, শাহেদ ইকবাল বাবু, শফিকুর ইসলাম শফি, নাজমুল হক ডিউক, মোঃ জাবেদ, নুরু মোস্তাফা টিনু, মহিলা কাউন্সিলর রুমকি সেন গুপ্ত, তসলিমা নুর জাহান রুবি,হুরে আরা বিউটি, শাহিন আক্তার রোজি, পপি বেগম, চসিক প্রধান নির্বাহী কর্মকতা শহিদুল আলম, চসিক সচিব খালেদ মাহামুদ, পিএস টু মেয়র আবুল হাশেম সহ বাজার কমিটির সভাপতি সাধারন সম্পাদক সহ বাজারের আগত কেতা বৃন্দ।

এ লক্ষ্যে চসিক পরিবেশ উন্নয়ন স্থায়ী কমিটি লিফলেট, মাইকিং, কাপড়ের টিস্যুব্যাগ সরবরাহসহ বিভিন্ন উদ্বুদ্ধকরণ উদ্যোগ গ্রহণ করেছে। পর্যায়ক্রমে নগরীর সব বাজার, দোকানসহ যে সব স্থানে পলিথিন ব্যবহার করা হয় সেসব স্থানসমূহে পলিথিন বন্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: