যেভাবে জীবন হাসছে
বিডিএফএন টোয়েন্টিফোর.কম
প্রধানমন্ত্রীর অনন্য উদ্যোগের সারথি হতে পেরে ভাগ্যবান মনে হয়। রবিবার (২৮ নভেম্বর) আশ্রয়ন- ২ প্রকল্পের মাধ্যমে গৃহহীন ও ভূমিহীনদের স্বপ্নের নীড় গড়ে দেয়ার কর্মকান্ড পরিদর্শন করেন শ্রদ্ধেয় জেলা প্রশাসক মোঃ পারভেজ হাসান।
শরীয়তপুর সদর উপজেলার রুদ্রকর ইউনিয়নের বুড়িরহাটের ব্যস্ততম বাজার (গ্রোথ সেন্টার) এর ঠিক পাশেই আমরা গড়ে তুলেছি ১২ টি পরিবারের ঠিকানা। ঘর নির্মান কাজ সম্পন্ন হয়েছে, প্রস্তুতি চলছে ঘরে ওঠার। গ্রোথ সেন্টার সংলগ্ন হওয়ায় এই সাইটের প্রত্যেকটি পরিবারের সম্ভাবনা তৈরি হয়েছে ব্যবসা করে সাবলম্বী হওয়ার।
যেখানে রুদ্রকরের উপকারভোগীরা স্বপ্ন দেখছে নতুন দিনের, তুলাশার ইউনিয়নের উপকারভোগীরা সেই নতুন আলোয় শুরু করেছেন যাত্রা। এই সাইটটিতে যাওয়ার জন্য ছিলো না কোনো রাস্তা। ২০৬ মিটার মাটির রাস্তা করে পাকা রাস্তার সাথে গড়ে তোলা হয়েছে সংযোগ। ১৪ টি পরিবার নিজেদের মতো গুছিয়ে নিয়েছে নিজেদের অন্য জগৎ। কোনো পরিবারে হাস-মুরগির খামার, কোনো ঘরের সামনে চায়ের দোকান, আবার কোনো ঘরে চলছে মাছ রান্নার আয়োজন। একজন উপকারভোগী তো জেলাপ্রশাসকে দুপুরের খাবারে নিমন্ত্রণই করে বসলেন। যদিও খাওয়া হয় নি, তবে তৃপ্তি তো মিলেছেই। মন ভরে গেছে জীবনের কোলাহলে।
জেলাপ্রশাসকের প্রতি কৃতজ্ঞতা সুন্দর কিছু স্মৃতিময় সময় বুননের জন্য। এদের মাঝেই তো জীবনের অর্থ খুঁজে পাই। আহা জীবন! মানব জীবন!
লেখাঃ মনদীপ ঘরাই, উপজেলা নির্বাহী অফিসার, শরীয়তপুর সদর।