শিরোনাম

South east bank ad

বরিশালে ইভ্যালির ব্যবস্থাপনা পরিচালক’র বিরুদ্ধে মামলা

 প্রকাশ: ২৮ নভেম্বর ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

এম.মিরাজ হোসাইন, (বরিশাল) :

ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রাসেলের বিরুদ্ধে বরিশালে তিনটি চেক প্রতারণা মামলা দায়ের করা হয়েছে। গতকাল রবিবার (২৮ নভেম্বর) বরিশাল অতিরিক্ত চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক পৃথক তিনটি মামলা আমলে নিয়ে সমন জারি করে। বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের বেঞ্চ সহকারি চারচিল ও বাদী পক্ষের আইনজীবী মোস্তাফিজুর রহমান।

মামলা সূত্রে জানা গেছে, বরিশালের বাসিন্দা নিলয় শরীফ মোটরসাইকেল ক্রয়ের জন্য ৩ লক্ষ ৫০ হাজার টাকা, সাদিকুর রহমান সুরুজ ২ লক্ষ ৭১ হাজার টাকা এবং মো. ফেরদাউস ১ লাখ ৭৪ হাজার টাকা ইভ্যালির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রাসেলের কাছে প্রদান করেন। এর বিপরীতে চেক প্রদান করা হলেও চেক নিয়ে ব্যাংকে যাওয়া হলে সেই চেক ফেরৎ দেয় ব্যাংক কতৃপক্ষ।

পরে পোস্ট অফিসের মাধ্যমে টাকা ফেরৎ চেয়ে লিগ্যাল নোটিশ করা হলেও কোনো সদুত্তর না মেলায় পৃথক তিনটি মামলা দায়ের করেন নিলয়, সুরুজ ও ফেরদাউস।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: