শিরোনাম

South east bank ad

যশোর নির্বাচনী সংঘর্ষে একজন নিহত

 প্রকাশ: ২৮ নভেম্বর ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

গোলাম মোস্তফা মুন্না, (যশোর) :

যশোরে নির্বাচনী সংঘর্ষে আহত কুতুব উদ্দিন (৩৫) চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে। একই সাথে অপরজনের অবস্থা আশাংকাজনক অবস্থায় ঢাকায় রেফার করা হয়েছে। নিহত কুতুব উদ্দিন শার্শার কায়বা ইউনিয়নের রুদ্রপুর গ্রামের মহিউদ্দিনের ছেলে। আর আহত আলাউদ্দিন (৫৫) একই বাসিন্দা।

যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের চিকিৎসক নাহিদ শাহরিয়ার সাব্বির জানান, শনিবার (২৭ অক্টোবর) রাত ৯টার দিতে শার্শার রুদ্রপুর গ্রামের কুতুব উদ্দিনের মৃত্যু হয়েছে। এছাড়া আলাউদ্দিন (৫৫) নামে আহত আরেক ব্যক্তিকে উন্নত চিকিৎসার্থে ঢাকায় পাঠানো হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার দুপুরে যশোরের শার্শা উপজেলার কায়বা ইউনিয়নের রুদ্রপুরে সমর্থকদের মধ্যে সংঘর্ষে দুই ইউপি সদস্য প্রার্থীসহ ১২ জন আহত হন। তাদের মধ্যে ৬ জনকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

আহত মেম্বার প্রার্থী (১ নম্বর ওয়ার্ড) ইকতিয়ার রহমান বলেন, তার সমর্থকরা রুদ্রপুর বাজারে পোস্টার সাঁটতে গেলে বর্তমান মেম্বর হবিবর রহমানের ( প্রার্থী) নেতৃত্বে তার লোকজন শাবল, লাঠিসোটা দিয়ে হামলা চালায়। ওই সময় ইকতিয়ার নিজেসহ তার চাচাত ভাই কুতুব উদ্দিন, শাহাবুদ্দিন, আরশাদ, ইউনুস, আলাউদ্দিনসহ ১০/১২ জন আহত হন। সন্ধ্যা ৬টার দিকে তাদের যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় রাত ৯টার দিকে কুতুব উদ্দিন মারা যান।

যশোর পুলিশের পক্ষ থেকে সংঘর্ষে কুতুব উদ্দিনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: