শিরোনাম

South east bank ad

শুকনা পাতার মধ্যে থেকে পিস্তল, ওয়ান শূটারগান, গুলি উদ্ধার

 প্রকাশ: ২৭ নভেম্বর ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

গোলাম মোস্তফা মুন্না, (যশোর) :

বিদেশী পিস্তল, ওয়ান শূটারগান, দুটি ম্যাগজিন ও তিনটি গুলি উদ্ধার করেছে র‌্যাব। এঘটনায় অস্ত্রের মালিকের বিরুদ্ধে মামলা হয়েছে। শনিবার (২৭ নভেম্বর) রাত ১টার দিকে যশোরের বেনাপোল থানার দুর্গাপুর গ্রামের অস্ত্রব্যবসায়ী বাদশা মল্লিকের বাড়ি উদ্ধার করা হয়েছে।

র‌্যাব ৬ যশোর কোম্পানির কমান্ডার লে, কমান্ডার এম নাজিউর রহমান জানান, শনিবার রাত দেড়টার দিকে র‌্যাবের ক্যাম্পের একটি আভিযানিক দল দূর্গাপুর গ্রামের পলাতক আসামি বাদশা মল্লিক (৫০) বাড়িতে অভিযান চালায়। এসময় শুকনা পাতার স্তুপের ভিতরে মধ্যে থেকে একটি বিদেশী পিস্তল, একটি ওয়ানশূটার গান, দুটি ম্যাগজিন ও তিন রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় বাদশা মল্লিকের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা হয়েছে।

তিনি আরো জানান, বাদশা মল্লিকের বিরুদ্ধে অস্ত্র আইনে বেনাপোল পোর্ট থানায় দুটি, ঝিকরগাছা থানায় একটি মামলা রয়েছে।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: