ফুলবাড়িয়া কলেজ ট্রাজেডির দিনে মিলাদ ও দোয়া
মো: আব্দুস ছাত্তার, (ফুলবাড়িয়া) :
ফুলবাড়িয়া কলেজ সরকারিকরণ আন্দোলনে শহীদ অধ্যাপক আবুল কালাম আজাদ ও পথচারী ছফর আলী’র ৫ম মৃত্যু বার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৭ নভেম্বর) কলেজ অডিটরিয়ামে সীমিত পরিসরে এ আয়োজন করে কলেজ পরিবার।
অধ্যক্ষ (চলতি দায়িত্ব) মো. আমজাদ হোসেনের সভাপতিত্বে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন অধ্যাপক (অব.) এফএম গোলাম কিবরিয়া, অধ্যাপক হেলাল উদ্দিন, অধ্যাপক আবুল খায়ের মুহাম্মদ তাসাদ্দুক, অধ্যাপক উপেন্দ্র চন্দ্র দাস, অধ্যাপক জালাল উদ্দিন, অধ্যাপক রুহুল আমিন সহ বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষিকা ও কর্মচারীবৃন্দ। পরে মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।