শিরোনাম

South east bank ad

বগুড়া আইনজীবী সমিতির নির্বাচন

 প্রকাশ: ২৭ নভেম্বর ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

প্রদীপ মোহন্ত, (বগুড়া):

বগুড়া জেলা অ্যাডভোকেটস্ বার সমিতির নির্বাচনে পদ ভাগাভাগি হয়েছে। সমিতির ১৩টি পদের মধ্যে সভাপতিসহ ৪টি পদে জয় পেয়েছে আওয়ামী লীগ সমর্থিত বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ এবং সাধারণ সম্পাদকসহ ৯টি পদে জয় পেয়েছে বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেল।

গতকাল শুক্রবার (২৬ নভেম্বর ২০২১) অনুষ্ঠিত নির্বাচন শেষে রাত সাড়ে ১১টা টায় এ ফলাফল ঘোষণা করেন নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান অ্যাডভোকেট বিনয় কুমার ঘোষ রজত।

নির্বাচনে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের প্রার্থী ও বগুড়ার পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাড. আব্দুল মতিন। তিনি পেয়েছেন ৩৬৫ ভোট। ওই পদে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন জাতীয়তাবাদী আইনজীবী প্যানেলের অ্যাডভোকেট একেএম মাহবুবর রহমান। তিনি পেয়েছেন ৩৩৬ ভোট। সাধারণ সম্পাদক পদে জাতীয়তাবাদী আইনজীবী প্যানেলের প্রার্থী অ্যাড. আব্দুল বাছেদ ৩৪৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের প্রার্থী অ্যাড. এএইচএম গোলাম রব্বানী খান রোমান পেয়েছেন ২৭৫ ভোট। নির্বাচনে গণতান্ত্রিক আইনজীবী সমিতির অপর একটি প্যানেল থেকে ৬জন প্রতিদ্বন্দ্বিতা করলেও তারা কেউ নির্বাচিত হতে পারেন নি।

ঘোষিত ফলাফল অনুযায়ী জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেলের আরও যে ৮জন নির্বাচিত হয়েছেন তারা হলেন, সহ-সভাপতির দুটি পদে যথাক্রমে আজবাহার আলী ও সাখাওয়াৎ হোসেন মল্লিক, যুগ্ম সম্পাদকের দুটি পদের একটিতে এনামুল হক পান্না, ম্যাগাজিন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে গোলাম মোস্তফা মজনু, এবং ৪টি সদস্য পদে যথাক্রমে নুর-ই-আজম, মিজানুর রহমান, আব্দুস সালাম ও শিপন খাতুন।

অপরদিকে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ থেকে সভাপতি ছাড়াও আরও যে তিন জন নির্বাচিত হয়েছেন তারা হলেন- যুগ্ম সম্পাদক পদে রিয়াজুল জান্নাত প্রিন্স এবং লাইব্রেরী ও সমাজ কল্যাণ সম্পাদক পদে আজিজুল হক ফিরোজ এবং সদস্য পদে নূরে জান্নাত রূপা।

এবার নির্বাচনে সকাল ৭টা থেকে দুপুর ১ পর্যন্ত অনুষ্ঠিত নির্বাচনে ৭৭৮ জন ভোটারের মধ্যে ৭৪৯ জন ভোট প্রদান করেছেন।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: