শিরোনাম

South east bank ad

বাল্যবিবাহ ও মাদক বিরোধী মতবিনিময় সভা

 প্রকাশ: ২৬ নভেম্বর ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

মো: রবিউল ইসলাম, (নাটোর):

নাটোরে বাল্যবিবাহ ও মাদক বিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৬ নভেম্বর) শ্রীপুর আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগীয় কমিশনার ড. মো. হুমায়ুন কবির।

সভায় বিভাগীয় কমিশনার বলেন, শিক্ষার্থীদের ভাল স্বপ্ন দেখতে হবে, ভাল মানুষ হতে হবে। বাবা-মায়ের কথা শুনতে হবে, শিক্ষকদের কথা শুনতে হবে। শুধু ভাল শিক্ষার্থী হলে চলবে না। হতে হবে একজন ভাল মানুষ। যে মানুষ দেশ ও জাতীর কল্যাণে কাজ করবে। নিজেকে গড়ে তুলতে হবে এক অনন্য উচ্চতায়। সমাজ থেকে সমাজের ক্ষত বাল্যবিবাহ, যৌতুক, মাদক নির্মূলে সকলকে দায়িত্বশীল ভূমিকা পালন করার আহ্বান জানান তিনি।

উপজেলা নির্বাহী অফিসার মো: তমাল হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, স্বাস্থ্যসেবা বিভাগের অতিরিক্ত সচিব মো: সাইদুর রহমান এবং নাটোরের জেলা প্রশাসক শামীম আহমেদ।

উপজেলা প্রশাসনের আয়োজনে মতবিনিময় সভায় বীর মুক্তিযোদ্ধা, রাজনৈতিক নেতাকর্মী, গণমাধ্যমকর্মী, স্কুল-কলেজের প্রধান ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: