ডিএসসিসির সব জঞ্জাল মুক্ত করার ওয়াদা করলেন মেয়র তাপস
বিডিএফএন টোয়েন্টিফোর.কম
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস বলেছেন, আপনাদের কাছে ওয়াদা করছি, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সব জঞ্জাল মুক্ত করে ছাড়ব ইনশাল্লাহ।’
সড়ক দুর্ঘটনায় নিহত শিক্ষার্থী নাঈম হাসানের হত্যার বিচারের দাবিতে বৃহস্পতিবার রাজধানীর নগর ভবনের সামনে বিক্ষুব্ধ শিক্ষার্থীদের সমাবেশে গিয়ে তিনি এসব কথা বলেন।
তাপস বলেন, চালকের দায়িত্ব ছিল নিয়ম-কানুন মেনে গাড়ি চালানোর। সে সেই দায়িত্ব পালন করেনি। আরেকজন ভাড়াটিয়া চালককে দিয়ে গাড়ি চালিয়েছে। সুতরাং সবাইকে শাস্তিভোগ করতে হবে। যার দায়িত্ব ছিল, তাকে আমরা সাময়িক বরখাস্ত করেছি। চাকরি থেকেও অপসারণ করব।
তিনি বলেন, যে চালক গাড়ি চালানো অবস্থায় ছিল, সে খুনি। তার সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করব, ইনশাল্লাহ। আপনাদের সঙ্গে কণ্ঠে কণ্ঠ মিলিয়ে বলি, সেই খুনির ফাঁসি চাই আমি।
তাপস আরো বলেন, কোন বহিরাগত যেন, ডিএসসিসির কোনো গাড়ি চালাতে না পারে, সে বিষয়ে কঠোর ব্যবস্থা নেব। আপনাদের যে দাবি এসেছে, আমি আপনাদের হয়ে সরকারের উচ্চ পর্যায় পর্যন্ত আপনাদের পক্ষে অ্যাডভোকেসি করব। সরকারের কাছ থেকে সব দাবি আদায়ের ব্যবস্থা করব। আমাদের নির্বাচনী ইশতেহার ছিল ঢাকা নিরাপদ শহর হবে। নিরাপদ সড়ক করতে আপনাদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করব।