শিরোনাম

South east bank ad

রেলওয়ে স্টেশনের নব নির্মিত পণ্য ইয়ার্ড উদ্বোধন

 প্রকাশ: ২৫ নভেম্বর ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

মোঃ জামাল হোসেন, (যশোর):

৩ কোটি ৭০ লাখ টাকা ব্যয়ে বেনাপোল-পেট্রোপোল বন্দরের মধ্যে বাণিজ্য গতিশীল করতে বেনাপোল রেলওয়ে স্টেশনের নব নির্মিত পণ্য ইয়ার্ড উদ্বোধন করা হয়েছে।

আজ বৃহস্পতিবার (২৫ নভেম্বর ২০২১) দুপুরে বেনাপোল রেলওয়ে স্টেশনে নব নির্মিত পণ্য ইয়ার্ড উদ্বোধন করেন বাংলাদেশ রেলওয়ের পাকশী ডিভিশনাল ম্যানেজার (ডিআরএম) শাহীদুল ইসলাম।

এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, রেলওয়ে পাকশী বিভাগীয় পরিবহণ কর্মকর্তা আনোয়ার হোসেন, বিভাগীয় প্রকৌশলী (পাকশী-১) বিরবল মন্ডল, বেনাপোল স্থল বন্দরের পরিচালক (ট্রাফিক) মনিরুজ্জামান, উপ-পরিচালক (প্রশাসন) আব্দুল জলিল, বেনাপোল সিএন্ডএফ অ্যাসোসিয়েশনের সভাপতি মফিজুর রহমান, ইন্দো-বাংলা চেম্বার অফ কমার্স সাব কমিটির পরিচালক মতিয়ার রহমানসহ উর্ধতন কর্মকর্তারা।

রেলওয়ের পাকশী ডিভিশনাল ম্যানেজার (ডিআরএম) শাহীদুল ইসলাম জানান, বেনাপোল বন্দর দিয়ে আগে স্থলপথে ট্রাক যোগে মালামাল আমদানি হতো। বর্তমানে বেনাপোল বন্দর দিয়ে স্থলপথের পাশাপাশি রেলপথেও পণ্য আমদানি বেড়েছে। এই বন্দর দিয়ে রেলপথে আমদানি বাড়াতে ও ব্যবসায়ীরা যাতে দ্রুত পণ্য খালাস নিতে পারে সে জন্য বেনাপোল বন্দরে রেল ইয়ার্ড নির্মান করা হয়েছে। এছাড়া এ বন্দর দিয়ে রেলে আমদানি বাড়াতে বেনাপোল রেলওয়ে স্টেশনের জায়গা অধিগ্রহণসহ আরো কিছু উন্নয়ন প্রকল্প হাতে নেওয়া হয়েছে। যা আগামী ২০২৫ সালের মধ্যে সম্পন্ন হবে।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: