শিরোনাম

South east bank ad

কলেজ রোডে আরসিসি সড়কের নির্মাণ কাজ উদ্বোধন

 প্রকাশ: ২৫ নভেম্বর ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

মোঃ নজরুল ইসলাম, ময়মনসিংহ

আজ বৃহস্পতিবার (২৫ নভেম্বর ২০২১) দুপুরে টাউনহল মোড় থেকে আনন্দমোহন সরকারি কলেজ গেট পর্যন্ত আরসিসি সড়কের নির্মাণকাজ উদ্বোধন করেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র মোঃ ইকরামুল হক টিটু। ৬০ লক্ষ টাকা ব্যায়ে নির্মিতব্য এ সড়কের দৈর্ঘ্য ৪২৭ মিটার।

উদ্বোধনকালে মেয়র বলেন, উন্নয়নকাজ করার সময় জনভোগান্তি যেন না হয় সে বিষয়ে সচেতন থাকতে হবে। নির্ধারিত সময়ে কাজ শেষ করতে হবে। আবার একইসাথে নাগরিকবৃন্দকেও সহনশীল আচরণ করতে হবে। রাস্তা নির্মাণ চলাকালীন নির্মাণকাজকে ক্ষতিগ্রস্ত করে এমন কার্যক্রম থেকে বিরত থাকতে হবে।

এ সময় ওয়ার্ড কাউন্সিলর মোঃ শফিকুল ইসলাম শফিক, সেলিনা আক্তার ও মোঃ নিয়াজ মোর্শেদ, প্রধান প্রকৌশলী মোঃ রফিকুল ইসলাম মিঞা, সহকারী প্রকৌশলী মোঃ আজাহারুল হক প্রমুখ উপস্থিত ছিলেন।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: