কেএমপি'র মাদক বিরোধী অভিযানে গাঁজা, ইয়াবা ও অ্যালকোহলসহ ৬ মাদক ব্যবসায়ী গ্রেফতার
বিডিএফএন টোয়েন্টিফোর.কম
গত ২৪ ঘন্টায় খুলনা মহানগর পুলিশের মাদক বিরোধী অভিযানে মাদক ব্যবসায়ী ১) মোঃ রাসেল শেখ(৩২), পিতা-মোঃ এনায়েত শেখ, সাং-০৫নং মাছ ঘাট গ্রীন ল্যান্ড আবাসন ব্লক-সি, থানা-খুলনা; ২) মোঃ হোসেন(২২), পিতা-মোঃ রহমান, সাং-০৫নং মাছ ঘাট গ্রীন ল্যান্ড আবাসন ব্লক-সি, থানা-খুলনা; ৩) মোঃ অসিম উদ্দিন (৩৯), পিতা-মোঃ মশিয়ার রহমান, সাং-গয়ড়া, থানা-বেনাপোল পোর্ট, জেলা-যশোর; ৪) মোঃ লিয়াকত আলী(৫২), পিতা-মৃত: শের আলী, সাং-ছোট বয়রা ইসলামিয়া কলেজ মোড়, থানা-সোনাডাঙ্গা মডেল; ৫) সুমন জোদ্দার(৩০), পিতা-ভদ্রকান্ত জোদ্দার, সাং-রংপুর বকুলতলা, থানা-আড়ংঘাটা এবং ৬) অভিজিৎ বালা(২৮), পিতা-প্রতাপ বালা, সাং-রংপুর বকুলতলা, থানা-আড়ংঘাটা, খুলনা মহানগরীদের কে খুলনা মহানগরীর বিভিন্ন থানা এলাকা হতে গ্রেফতার করা হয়েছে।

উপরোক্ত মাদক ব্যবসায়ীদের নিকট হতে ৯২০ গ্রাম গাঁজা, ৩০ পিস ইয়াবা ট্যাবলেট এবং ০৪ বোতল অ্যালকোহল আলামত হিসাবে উদ্ধার করা হয়েছে। এ সংক্রান্তে গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় ০৪ টি মাদক মামলা রুজু করা হয়েছে।