দুর্গাপুরে মেম্বার প্রার্থী তোতা মিয়ার সংবাদ সম্মেলন
এস.এম রফিকুল ইসলাম রফিক, (দুর্গাপুর) :
ততৃীয় ধাপের ইউপি নির্বাচনে দুর্গাপুর উপজেলার চন্ডিগড় ইউনিয়নের ২নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী মোঃ শাহজাহান মিয়া ও তার চাচা সাবেক চেয়ারম্যানের বিরুদ্ধে নির্বাচনী আচরন বিধি ভঙ্গ করার দায়ে প্রতিদ্বন্দী প্রার্থী সিরাজুল ইসলাম তোতা অভিযোগ দায়ের করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তার বরাবর।
গতকাল বুধবার (২৫ নভেম্বর) সন্ধ্যায় অভিযোগ কারী মেম্বার পদপ্রার্থী সিরাজুল ইসলাম তোতা স্থানীয় প্রেসক্লাবে উপস্থিত হয়ে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলেন, আমার সমর্থকরা পোষ্টার, হেন্ডবিল বিলি, প্রচার-প্রচারনা করতে গেলে মো: শাহজাহান মিয়া ও তার চাচার লোকেরা আমার লোকদেরকে ভয়ভিতি প্রদর্শন সহ প্রাণনাশের হুমকি দিয়ে যাচ্ছে এবং আমার ভোটারদের কেন্দ্রে আসতে দেওয়া হবেনা বলে প্রচার চালিয়ে যাচ্ছে। কেন্দ্রটি শাহজাহান মিয়ার বাড়ির কাছে থাকায় ভোট গ্রহনের দিন ব্যালটবাক্স ছিনতাই সহ ব্যাপক বিশৃংখলার আশংকা দেখা দিয়েছে। তাই আমার কেন্দ্রটি অধিক ঝুকিপূর্ন ভোটকেন্দ্র হিসাবে চিহ্নিত করে নির্বাচনী আচরন বিধি মোতাবেক প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহন করত: সুষ্ঠু, অবাদ, নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার লক্ষে আপনাদের মাধ্যমে কর্তৃপক্ষের সু-দৃষ্টি আকর্ষণ করছি।
সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন আব্দুর রাজ্জাক, মোঃ শাবুল সরকার, মোঃ হারুন মিয়া, শাহাদত হোসেন, মোফাজ্জল হোসেন ও মোঃ নজরুল ইসলামসহ অন্যান্যরা।