গোপালগঞ্জে শিক্ষার্থীদের দেয়া হচ্ছে করোনা টিকা
মেহের মামুন, (গোপালগঞ্জ):
গোপালগঞ্জে করোনা সংক্রমনরোধে ১২ থেকে ১৭ বছর বয়সী শিক্ষার্থীদের করোনা টিকা প্রদান কর্মসূচী শুরু হয়েছে। গোপালগঞ্জ সিভিল সার্জন ও স্বাস্থ্য বিভাগ এ টিকা প্রদান কর্মসূচীর আয়োজন করে।
গতকাল বুধবার (২৪ নভেম্বর ২০২১) সকাল ৯ টায় শহরের স্বর্ণকলি উচ্চ বিদ্যালয়ে এই টিকা কার্যক্রম শুরু হয়। এ কেন্দ্রে জেলার ১২ থেকে ১৭ বছর বয়সী ২ হাজার শিক্ষার্থীকে ফাইজারের টিকা প্রদান করা হচ্ছে। জেলা স্বাস্থ্য বিভাগে তিনজন নার্স শিক্ষার্থীদের টিকা প্রদান করছেন। এ করোনা টিকা পাওয়ার ফলে শিক্ষার্থীরা করোনায় আক্রান্ত হবার হাত থেকে নিরাপদ থাকবে।
গোপালগঞ্জ সিভিল সার্জন ডা: সুজাত আহমেদ জানান, শিক্ষার্থীদের করোনা থেকে ঝুঁকিমুক্ত করতে এ টিকা প্রদান করা হচ্ছে। দুই হাজার শিক্ষার্থীকে এ টিকা দেয়ার লক্ষ্যমাত্র ধরা হয়েছে।