শেরপুরে আরও ৩ জনের করোনা শনাক্ত
শেখ সাঈদ আহাম্মেদ সাবাব, (শেরপুর):
শেরপুরে গত ২৪ ঘন্টায় আরও ৩ জনের করোনা শনাক্ত হয়েছে। তারা সবাই সদর উপজেলার বাসিন্দা। গতকাল বুধবার (২৪ নভেম্বর ২০২১) বিকেলে সিভিল সার্জন ডা. একেএম আনওয়ারুর রউফ বিষয়টি নিশ্চিত করেছেন।
জেলা স্বাস্থ্য বিভাগের প্রকাশিত বুলেটিনে জানানো হয়, গত ২৪ ঘন্টায় (বুধবার দুপুর পর্যন্ত) জেলায় মোট ২৯টি নমুনা পরীক্ষায় ওই তিন জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়। এ নিয়ে জেলায় মোট করোনা আক্রান্ত হলেন ৪ হাজার ৭৮৩ জন। এর মধ্যে সুস্থ হয়েছেন ৪ হাজার ৬৮৫ জন। আর মারা গেছেন ৯১ জন।
জেলায় গত ২৪ ঘন্টায় শনাক্তের হার ১০.৩৪ ভাগ। বর্তমানে জেলায় করোনা রোগী রয়েছেন ৬ জন। তারা সবাই নিজ নিজ বাসায় আইসোলেশনে রয়েছেন।
উল্লেখ্য, ২০২০ সালের ৫ মার্চ জেলায় প্রথম ২ নারীর করোনা শনাক্ত হয়।