পরিবহনের ধাক্কায় কসাইয়ের মৃত্যু
গোলাম মোস্তফা মুন্না, (যশোর):
যশোর ঝিনাইদহ সড়কে গতকাল বুধবার (২৪ নভেম্বর ২০২১) পরিবহনের ধাক্কায় আল আমিন (৩৫) নামে এক কসাইয়ের মৃত্যু হয়েছে। এসময় তার মোটরসাইকেলের আরোহী আহত হয়েছে। আল আমিন চৌগাছা উপজেলার চাঁনপুর গ্রামের খোকনের ছেলে এবং আহত জাফর ইকবাল (৩০) একই গ্রামের টিপু সুলতানের ছেলে।
পুলিশ জানায়, গতকাল বুধবার (২৪ নভেম্বর ২০২১) বিকাল সাড়ে চারটার দিকে আল-আমিন মোটরসাইকেল চালিয়ে বারীনগর বাজার থেকে চুড়ামনকাটি আসছিলেন। পথিমধ্যে কাজী নজরুল ইসলাম কলেজের সামনে আসলে পিছন থেকে আসা গড়াই পরিবহনের ধাক্কায় তারা দুজনে পড়ে যায়। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে জরুরি বিভাগের ডাক্তার আল আমিনকে মৃত ঘোষণা করেন। আর জাফর ইকবালকে ভর্তি করে ওয়ার্ডে পাঠিয়ে দেন। আহত জাফর ইকবাল জানান, আল আমিন কসাইয়ের কাজ করেন। আজ ঘটনাস্থলে তার মৃত্যু হয়েছে বলে শুনতে পেরেছি।