গফরগাঁওয়ে বিদুৎপৃষ্ট হয়ে কৃষকের মৃত্যু
এইচ কবীর টিটো, (গফরগাঁও)
গফরগাঁও উপজেলার খোদাবক্মপুর গ্রামে সেচ পাম্প চালু করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইব্রাহিম (২৮) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। ঘটনাটি গতকাল বুধবার (২৪ নভেম্বর ২০২১) ঘটনাটি ঘটে। নিহত কৃষক ওই গ্রামের জনাব আলীর ছেলে।স্থানীয়রা জানান, ভোর সকালে ইব্রাহিম বাড়ির পাশের ধান ক্ষেতে বিদ্যুৎ চালিত সেচ পাম্প চালু করতে গিয়ে বিদ্যুতায়িত হন। পরে তাকে উদ্ধার করে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করে। উপজেলার যশরা ইউনিয়নের (ইউপি) চেয়াম্যান তারিকুল ইসলাম রিয়েল এ বিষয়টি নিশ্চিত করেছেন।