শিরোনাম

South east bank ad

ধুনটে সরকারি ১৮০ কেজি চাল জব্দ

 প্রকাশ: ২৪ নভেম্বর ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

প্রদীপ মোহন্ত, (বগুড়া):

বগুড়ার ধুনট উপজেলায় অভিযান চালিয়ে সরকারি খাদ্যবান্ধব কর্মসূচির ১৮০ কেজি (৬ বস্তা) চাল জব্দ করেছে পুলিশ। বুধবার (২৪ নভেম্বর ২০২১) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার রাঙ্গামাটি গ্রামের জাহিদুল ইসলামের বাড়ি থেকে এসব চাল জব্দ করা হয়। জাহিদুল ইসলাম রাঙ্গামাটি গ্রামের গোলাম হোসেনের ছেলে।

থানা পুলিশ জানায়, বুধবার দুপুরের পর গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার এলাঙ্গী ইউনিয়নের রাঙ্গামাটি গ্রামের জাহিদুল ইসলামের বাড়িতে অভিযান চালানো হয়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ওই বাড়ির লোকজন পালিয়ে যায়।

পরে স্থানীয় লোকজনের সহযোগিতা নিয়ে জাহিদুল ইসলামের বসতঘরের ভিতর থেকে ৬ বস্তা খাদ্যবান্ধব কর্মসূচির চাল জব্দ করা হয়। প্রতিটি বস্তায় ৩০ কেজি করে চাল রয়েছে। এসময় কাউকে আটক করা যায়নি। তবে এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।

ধুনট থানার উপপরিদর্শক (এস আই) অমিত কুমার বলেন, জব্দ করা চাল থানা হেফাজতে রাখা হয়েছে। এ ঘটনার সাথে জড়িতদের গ্রেপ্তার চেষ্টা অব্যাহত রয়েছে।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: