শেরপুর জেলা বেসিক ট্রেড ইউনিয়ন শ্রমিক ফেডারেশনের নতুন কমিটি ঘোষণা
শেখ সাঈদ আহাম্মেদ সাবাব, (শেরপুর):
শেরপুর জেলা বেসিক ট্রেড ইউনিয়ন শ্রমিক ফেডারেশনের ৭১ সদস্য বিশিষ্ট তিন বছর মেয়াদী নতুন কার্যনির্বাহী কমিটি গত শুক্রবার (১৯ নভেম্বর ২০২১) সন্ধ্যায় শেরপুর জেলা ট্রাক মিনিট্রাক ট্যাঙ্কলড়ী ও কাভার্ডভ্যান চালক শ্রমিক ইউনিয়ন কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে।‘সমন্বয় পরিষদ’এর আহ্বায়ক কবি সাংবাদিক ও কলামিস্ট তালাত মাহমুদ এই কমিটি ঘোষণা করেন।
শেরপুর জেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক ও শেরপুর জেলা ট্রাক মিনিট্রাক ট্যাঙ্কলড়ী ও কাভার্ডভ্যান চালক শ্রমিক ইউনিয়নের সভাপতি শ্রমিকনেতা আরিফ রেজা বিনা প্রতিদ্বন্দ্বিতায় পুনরায় সভাপতি এবং শেরপুর জেলা হোটেল রেঁস্তোরা ও সুইটমিট শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক শ্রমিকনেতা আব্দুর রহমান বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাধারণ সম্পাদক পূনঃনির্বাচিত হয়েছেন। এছাড়া কার্যকরী সভাপতি মো: শামীম হোসেন ও সিনিয়র সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন আব্দুল কাদির কালু। সহ-সভাপতি হলেন যথাক্রমে আলহাজ বজলুর রশিদ নাহাজ, মিজানুর রহমান মিজান, মোঃ আব্দুর রহমান, জানে আলম (জালো), মোঃ নুরুল আমিন, মোঃ শাহাদত হোসেন, মোঃ মাজহারুল হক, মোঃ সুরুজ আলী, সজিবুল আলম সুজন, রুকুনুজ্জামান আলমগীর, মোঃ জাকির হোসেন, হাবিবুর রহমান হাবিব, হাদিউল ইসলাম কিনু, আব্দুল বারেক, সুজ্যিত সরকার, সঞ্জয় কুমুর সাহা লিপু, সুলতান মাহমুদ বাবু এবং আনোয়ার হোসেন আনার।
যুগ্ম-সাধারণ সম্পাদক যথাক্রমে মোঃ হোসেন আলী, আবু বক্কর সিদ্দিক, মোঃ সাইফুল ইসলাম ও মোঃ আলাল উদ্দিন ড্রাইভার। সহ-সাধারণ সম্পাদক পদে মোঃ বেলায়েত হোসেন ভেলা, মোঃ আল মামুন শিকদার, মোঃ আবু রাশেদ, মোঃ মোতালেব রহমান, আকতারুজ্জামান সঞ্চয়, মোশাররফ হোসেন বাদশা, মোঃ ছাবেদ আলী, সোহাগ আলম জয়, মোঃ করম আলী, মোঃ আলালউদ্দিন, মোঃ মোখলেছুর রহমান, মোঃ আব্দুল মান্নান, মোঃ হানিফ উদ্দিন, মোঃ গোলাম মোস্তফা, মোঃ আব্দুল হান্নান এবং মোঃ মঞ্জু মিয়া। সাংগঠনিক সম্পাদক ফারুক আহমেদ, যুগ্ম সাংগঠনিক সম্পাদক খায়রুল হাসান ও মোঃ সোহাগ মিয়া, কোষাধ্যক্ষ মিন্টু দে, ধর্ম সম্পাদক মোঃ জয়নাল আবেদীন, সহ-ধর্ম সম্পাদক গোপী মোহন সাহা, শ্রম বিষয়ক সম্পাদক মনিরুজ্জামান ময়না লিচু, সহ-শ্রম বিষয়ক সম্পাদক মোঃ বজলুর রশিদ, দপ্তর সম্পাদক মোঃ আবুল বাশার, উপ-দপ্তর সম্পাদক মোঃ নজরুল ইসলাম, প্রচার সম্পাদক মোঃ হযরত আলী, সহ-প্রচার সম্পাদক মোঃ সাঈদ মিয়া, সমাজ কল্যাণ সম্পাদক মোঃ শাহীন মিয়া, ক্রীড়া সম্পাদক রেজাউল করিম, সাংস্কৃতিক সম্পাদক মোঃ ছামিদুল মন্ডল। কার্যকরী সদস্যগণ হলেন, আবুল কালাম সরকার, মোঃ আজাহার মিয়া, মোঃ জয়নাল আবেদীন, মোঃ আবুল কাশেম, মোঃ আব্দুল বারেক, মোঃ সুমনমিয়া, মোঃ আকাশ, মোঃ আশকার আলী, মোঃ জয়নাল আবেদীন, মোঃ জাহাঙ্গীর আলম, মোঃ হোসেন আলী, শফিকুল ইসলাম ডেনি ও মোঃ জাহিদুল ইসলাম (পলাশ)।
এছাড়া ৬ সদস্য বিশিষ্ট উপদেষ্টা পরিষদে রয়েছেন প্রধান উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আতিউর রহমান আতিক, হুইপ, বাংলাদেশ জাতীয় সংসদ, আইন উপদেষ্টা এ্যাডভোকেট চন্দন কুমার পাল পিপি, উপদেষ্টা আলহাজ গোলাম মোহাম্মদ কিবরিয়া মেয়র, শেরপুর পৌরসভা, উপদেষ্টা মোঃ নজরুল ইসলাম, প্যানেল মেয়র, শেরপুর পৌরসভা, উপদেষ্টা কবি ও সাংবাদিক তালাত মাহমুদ কেন্দ্রীয় সদস্য, বাংলাদেশ সংযুক্ত শ্রমিক ফেডারেশন (বিএসএসএফ) এবং উপদেষ্টা মোঃ রুকুনুজ্জামান (রঞ্জু), উপদেষ্টা, শেরপুর জেলা ট্রাক মিনিট্রাক ট্যাংকলড়ী ও কভার্ডভ্যান চালক শ্রমিক ইউনিয়ন।
শেরপুর জেলা বেসিক ট্রেড ইউনিয়ন শ্রমিক ফেডারেশনের নতুন কমিটি ঘোষণা উপলক্ষে ‘সমন্বয় পরিষদ’এর আহ্বায়ক কবি সাংবাদিক ও কলামিস্ট তালাত মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন নবনির্বাচিত সভাপতি মোঃ আরিফ রেজা ও নব-নির্বাচিত সাধারণ সম্পাদক আব্দুর রহমান। অতঃপর স কল নব-নির্বাি চত কর্মকর্তাকে মিষ্টিমুখ করানো হয়।