রাজবাড়ী সদর উপজেলার ১৪টি ইউনিয়নে নৌকা প্রতিক পেয়েছেন যারা
খন্দকার রবিউল ইসলাম, (রাজবাড়ী):
চতুর্থ ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে ঢাকা বিভাগের রাজবাড়ীর ১৪টি ইউনিয়নে মনোনীত প্রার্থীদের নাম ঘোষণা করেছে আওয়ামী লীগ।
গতকাল সোমবার (২২ নভেম্বর ২০২১) গণভবনে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে দলের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভায় এ মনোনয়ন চুড়ান্ত হয়।
সভার সিদ্ধান্ত অনুযায়ী চতুর্থ ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে মনোনীত প্রার্থীরা হলো,
মিজানপু ইউনিয়নে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ টুকু মিজি, খানগঞ্জ ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মুহাম্মদ শরিফুর রহমান সোহান, চন্দনী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ আব্দুর রব সুলতানপুর ইউনিয়নে মোঃ লুৎফর রহমান চন্নু, শহীদ ওহাবপুর ইউনিয়নে নুর মোহাম্মদ ভূইয়া, পাচুরিয়া ইউনিয়নে কাজী আলম, দাদশী ইউনিয়নে মোঃ রমজান আলী, বরাট ইউনিয়ন আওয়াময়ী লীগের সাধারণ সম্পাদক মোঃ ফরিদ উদ্দিন শেখ, বানিবহ ইউনিয়নে সাবেক চেয়ারম্যান আব্দুল লতিফ মিয়ার স্ত্রী মোছাঃ শেফালী আক্তার, রামকান্তপুর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান মোঃ আবুল হোসেন বিশ্বাস, মুলঘর ইউনিয়নে সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওহিদুজ্জামান শেখ, খানখানাপুর ইউনিয়নে মোঃ আমীর আলী মোল্লা, বসন্তপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ আব্দুল মান্নান মিয়া, আলীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মুহাম্মদ বজলুর রশিদ মিঞা মিলন।