‘রিভাইরা স্বাধীনতা কাপ’র খেলা আগামী ২৭ নভেম্বর বীরশ্রেষ্ঠ মোহাম্মদ মোস্তফা কামাল স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে
বিডিএফএন টোয়েন্টিফোর.কম
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের ব্যবস্থাপনায় ‘রিভাইরা স্বাধীনতা কাপ ২০২১’ এর খেলা আগামী ২৭ নভেম্বর ২০২১ তারিখ হতে কমলাপুরস্থ বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোহাম্মদ মোস্তফা কামাল স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে যাচ্ছে।
আজ মঙ্গলবার (২৩ নভেম্বর) দুপুর ১২ টা ৩০ মিনিটে মতিঝিলস্থ বাফুফে ভবনের কনফারেন্স রুমে উক্ত প্রতিযোগিতার স্পন্সর সাইনিং সিরিমনি, ‘ড্র’ ও ‘লোগো উন্মোচন’ করেন বাফুফে সিনিয়র সহ-সভাপতি ও প্রফেশনাল লীগ ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান আব্দুস সালাম মূর্শেদী এমপি। এসময় সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন তিনি।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, বাফুফে নির্বাহী কমিটির অন্যান্য সদস্যবৃন্দ।