শিরোনাম

South east bank ad

আগামী বছরই দেশে করোনার টিকা উৎপাদন হবে : সালমান এফ রহমান

 প্রকাশ: ২৩ নভেম্বর ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

বিডিএফএন টোয়েন্টিফোর.কম

আগামী বছর থেকে বাংলাদেশে করোনা টিকা উৎপাদন শুরু হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা এবং বেক্সিমকো গ্রুপের ভাইস চেয়ারম্যান সালমান এফ রহমান।

মঙ্গলবার রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) ‘মিট দ্য রিপোর্টার্স’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

সালমান এফ রহমান বলেন, ‘ইনসেপ্টা চায়নার একটি কোম্পানির সঙ্গে আলোচনা করছে। তাদের সঙ্গে টার্ম ও কন্ডিশন চূড়ান্ত হলে ইনসেপ্টা উৎপাদন শুরু করতে পারবে। বেক্সিমকোও টিকা উৎপাদনের কার্যক্রম শুরু করেছে। আশা করছি, আগামী চার থেকে ছয় মাসের মধ্যে আমরা টিকা উৎপাদনের কার্যক্রম শেষ করতে পারবো।’

তিনি বলেন, প্রধানমন্ত্রীও এ বিষয়ে বেশ আন্তরিক। তিনিও চান দেশেই করোনার টিকা উৎপাদন হোক। এছাড়া তিনি দেশের জনগণকে সব ধরনের সুযোগ সুবিধা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন।

এ অবস্থায় আমি মনে করি বাংলাদেশ আগামী বছরেই করোনার টিকা উৎপাদন শুরু করতে পারবে।

ভারতের সেরাম ইনস্টিটিউট থেকে বাংলাদেশের কেনা করোনাভাইরাসের টিকার বাকি চালানগুলো ডিসেম্বর থেকে আসতে শুরু করবে বলে জানান সালমান এফ রহমান।

তিনি বলেন, “আগামী মাস থেকে ভারত থেকে আবার টিকা আসা শুরু করবে। আগামী বছরের প্রথম প্রান্তিকের মধ্যে ভারত থেকে সব টিকা চলে আসবে।”

জ্বালানি তেলের দাম বাড়ানো প্রসঙ্গে তিনি বলেন, ‘আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের মূল্য বাড়ছে, তাই দেশে বাজারে বাড়ানো হয়েছে, সরকার আর কত ভর্তুকি দেবে?’ বিশ্ব বাজারে জ্বালানি তেলের দাম কমে এলে আস্তে আস্তে দেশেও এর প্রভাব পড়বে বলে মনে করেন তিনি।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: