শ্রীবরদীতে বুদ্ধি প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগে ৩ জনের বিরুদ্ধে মামলা
শেখ সাঈদ আহাম্মেদ সাবাব, (শেরপুর):
শেরপুরের শ্রীবরদীতে এক বুদ্ধি প্রতিবন্ধী তরুণী কে ধর্ষণের অভিযোগে ৩ জনের বিরুদ্ধে সোমবার (২২ নভেম্বর ২০২১) শ্রীবরদী থানায় মামলা দায়ের করা হয়েছে। গত শনিবার (২০ নভেম্বর ২০২১) দুপুরে শ্রীবরদী উপজেলার বড় পোড়াগড় গ্রামে এ ধর্ষণের ঘটনা ঘটে।
ধর্ষণের অভিযুক্ত হিসেবে আসামি করা হয়েছে বড় পোড়াগড় গ্রামের আব্দুল্লাহর ছেলে ওবায়দুল( ৩০)কে। নিযাতনের শিকার ওই তরুনির মা জানায়, গত শনিবার (২০ নভেম্বর ২০২১) দুপুরে তিনি তার মেয়েকে বাড়িতে রেখে মেয়ের ফুপুকে দেখতে যান। এ সময় বাড়িতে কেউ না থাকার সুযোগে ওবাইদুল তার প্রতিবন্ধি কন্যাকে জোর পূবক ঘরের বারান্দার গোসল খানায় নিয়ে ধষন করে।
শ্রীবরদী থানার ওসি বিপ্লব কুমার বিশ্বাস মামলা দায়েরের সত্যতা স্বীকার করে বলেন এ ঘটনায় বুদ্ধিপ্রতিবন্ধীর বড় ভাই শ্রীবরদী থানায় ৩ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেছে। মামলার এজাহারভুক্ত আসামি দের গ্রেপ্তার করতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।