দর্শানোর জবাবের আগেই বহিস্কার চেয়ারম্যান প্রার্থী
মোঃ জামাল হোসেন, ((যশোর)
যশোরের শার্শা উপজেলার শার্শা সদর ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী বর্তমান চেয়ারম্যান ও আওয়ামী যুবলীগের উপজেলা সাধারন সম্পাদক মো: সোহরাব হোসেনকে কারণ দর্শানোর জবাবের আগেই বহিস্কার করা হয়েছে। এ নিয়ে দলের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া সৃস্টি হয়েছে।
জানা গেছে, তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদের নির্বাচনে দলীয় মনোনয়ন না পেয়ে সোহরাব হোসেন স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিয়েছেন।
এ নিয়ে গত (১৭ নভেম্বর ২০২১) বাংলাদেশ আওয়ামী যুবলীগের যশোর জেলার সাধারন সম্পাদক মো: জহিরুল ইসলাম চাকলাদার (রেন্টু) এক চিঠিতে নৌকা দলীয় চেয়ারম্যান প্রার্থী মো: কবীর উদ্দিন তোতার বিরুদ্ধে আনারস প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করা দলীয় গঠনতন্ত্রের পরিপন্থ। এ ধরণের কর্মকান্ড ও আচরণে দলীয় নেতা কর্মীরা আপনার প্রতি ক্ষুদ্ধ। এ বিষয়ে আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারন সম্পাদক আলহাজ¦ মাঈনুল হোসেন নিখিল এর নির্দেশক্রমে আপনকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে কেন সাংগঠনিক ব্যবস্থা গ্রহন করা হবে না তা আজ সোমবার (২২ নভেম্বর ২০২১) দুপুর ১২ টার মধ্যে কারণ দর্শানোর জন্য বলা হইল।
এদিকে কারণ দর্শানোর নোটিশের জবাব দেওয়ার আগেই গত (২০ নভেম্বর ২০২১) বিকালে যশোর জেলা আওয়ামীলীগের সভাপতি মুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম মিলন ও সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে সোহরাব হোসেনসহ শার্শায় ১০ ইউনিয়নে আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের ১৫ বিদ্রোহী প্রার্থীকে বহিষ্কার করা হয়েছে বলে জানানো হয়।
এ নিয়ে শার্শা এলাকায় নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে। অনেকে বলছেন কারণ দর্শানোরে জবাব দেওয়ার পর বহিস্কারের ঘোষনা দিলে সব চেয়ে ভাল হতো। দলের কর্মকান্ডে অনেকে বিব্রত।
শার্শা উপজেলা আওয়ামীলীগের নাম প্রকাশে অনিচ্ছুক এক নেতা বলেন, যোগ্য প্রার্থীদের মনোনয়ন না দিয়ে যাদের কোন জনপ্রিয়তা নেই তাদের মনোনয়ন দেওয়ায় গোটা শার্শা উপজেলার ১০ টি ইউনিয়নে একাধিক আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী এবারের নির্বাচনে অংশ নিচ্ছে। দলের নিবেদিত নেতাকর্মীদের মধ্যে হতাশা বিরাজ করছে। উপজেলা ও ওয়ার্ডের নেতা কর্মীরা চুপচাপ রয়েছে। কারো পক্ষে নির্বাচনী প্রচারে দেখা যাচ্ছে না। আর এ নিয়ে বিভিন্ন ইউনিয়নে চলছে সহিংসতা। ইতোমধ্যে নির্বাচনী সহিংসতায় ২ জন নিহত ও ৫০ জন গুরুতর আহত হয়েছেন। দলীয় ভুল সিদ্ধান্তে অনেক স্থানে নৌকার ভরাডুবি ঘটবে এবার।