নাটোরে যাত্রীবাহী বাস-পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে নিহত এক
মো: রবিউল ইসলাম, (নাটোর):
নাটোরে যাত্রীবাহী বাস এবং পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে হামিদুর রহমান নামে এক বাস যাত্রী নিহত হয়েছে।৷
গতকাল বৃহস্পতিবার (১৮ নভেম্বর) রাত নয়টার দিকে নাটোর সদরের নাটোর-পাবনা মহাসড়কের গাজীর বিল এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত হামিদুর রাজশাহী জেলার বাগমারা উপজেলার বোয়ালকান্দি গ্রামের আব্দুর রহমানের ছেলে।
ঝলমলিয়া হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা রেজওয়ান আহমেদ জানান, বৃহস্পতিবার রাত নয়টার দিকে সদর উপজেলার বড় হরিশপুর ইউনিয়ন গাজী বিল মহাসড়কের উপর তুহিন পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সাথে একটি পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে তুহিন পরিবহনের অজ্ঞাতনামা একজন যাত্রী ঘটনাস্থলে মৃত্যুবরণ করেন।
দুর্ঘটনার পর তুহিন পরিবহনের বাসটি এলপি জি গ্যাস পাম্পে দাঁড় করিয়ে ড্রাইভার ও হেলপার পালিয়ে গেছে। পিকআপ ভ্যানটি মহাসড়কের উপর উল্টে পড়ে ছিলো বলে জানা যায়।