ঢাকা রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার এসএম শফিউল্লাহ্
বিডিএফএন টোয়েন্টিফোর.কম
ওয়ারেন্ট তামিল, মামলা নিষ্পত্তি, অবৈধ অস্ত্র-মাদক উদ্ধার, চোর-ডাকাত গ্রেফতার তথা গাজীপুর জেলার আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখতে অনবদ্য ভূমিকা রাখার স্বীকৃতিস্বরুপ পুলিশ সুপার গাজীপুর এসএম শফিউল্লাহ্ বিপিএম অক্টোবর/২০২১ মাসে ২য় বারের মতো ঢাকা রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার নির্বাচিত হন।
এ ছাড়া কালিয়াকৈর থানার এসআই মোঃ আনিসুর রহমান ও শ্রীপুর থানার এএসআই নরে আলম সিদ্দীক ঢাকা রেঞ্জের যথাক্রমে শ্রেষ্ঠ এসআই ও শ্রেষ্ঠ এএসআই নির্বাচিত হন।
আগামী ২২/১১/২০২১ খ্রিঃ সকাল ১০.০০ ঘটিকায় ঢাকা রেঞ্জ কার্যালয়ে অনুষ্ঠিতব্য অক্টোবর/২০২১ মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় ডিআইজি ঢাকা রেঞ্জ জনাব হাবিবুর রহমান বিপিএম(বার), পিপিএম(বার) পুলিশ সুপার গাজীপুর এসএম শফিউল্লাহ্ বিপিএমসহ বর্নিত পুলিশ অফিসারদেরকে ক্রেস্ট ও সম্মাননা সনদ প্রদান করবেন।
উল্লেখ্য যে, পুলিশ সুপার গাজীপুর এসএম শফিউল্লাহ্ বিপিএম ওয়ারেন্ট তামিল, মামলা নিষ্পত্তি, অবৈধ অস্ত্র-মাদক উদ্ধার, চোর-ডাকাত গ্রেফতার তথা আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখতে অনবদ্য ভূমিকা রাখার স্বীকৃতিস্বরুপ গত সেপ্টেম্বর/২০২১ মাসে ঢাকা রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার নির্বাচিত হয়ে ডিআইজি ঢাকা রেঞ্জ কার্যালয় আয়োজিত সেপ্টেম্বর/২০২১ মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় ডিআইজি ঢাকা রেঞ্জ হাবিবুর রহমান বিপিএম(বার), পিপিএম(বার) এর নিকট থেকে ক্রেস্ট ও সম্মাননা সনদ গ্রহন করেন।