বাল্য বিয়ে ঠেকিয়ে মেধাবী ছাত্রী তৃষা এতিমখানায়
বিডিএফএন টোয়েন্টিফোর.কম
ষষ্ঠ শ্রেণির ছাত্রী তৃষাকে তার মা-বাবা ও আত্মীয় স্বজনরা দারিদ্র্যতার অজুহাতে বাল্যবিবাহ দেবার চেষ্টা করেন। মেধাবী মেয়েটি আর দশটি মেয়ের মতো চুপ করে থাকেনি। অত্যন্ত সাহসিকতার সাথে সকল বাধা অতিক্রম করে সে তার বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কাছে আশ্রয় নেয়। পরে ওই বাল্য বিয়ে বন্ধ করে দেয় স্থানীয় উপজেলা প্রশাসন।
বুধবার বিকেলে ৬ষ্ঠ শ্রেণীর মেধাবী ছাত্রী তৃষাকে সরকারি শিশু পরিবার বালিকা নওগাঁ (এতিমখানা)য় ভর্তি করে সেখানে নিরাপদে লেখাপড়া করার সার্বিক ব্যবস্থা করে দিয়েছে প্রশাসন।
জানা যায়, গত ১২ নভেম্বর সন্ধ্যায় শহরের মাড়োয়ারী পট্টি এলাকার একটি কাজী অফিসে ওই ৬ষ্ঠ শ্রেণীর (রোল-১) মেধাবী শিশু শিক্ষার্থীর সাথে জয়পুরহাট শহরের বামনপুর-টুকুর মোড় এলাকার এক লেদ-শ্রমিকের সাথে বিয়ের বন্দোবস্ত করে মেয়েটির পরিবার। পরের দিন সকালে স্কুলে গিয়ে মেয়েটিকে কাঁদতে দেখেন তার প্রধান শিক্ষক আইয়ূব আলী।