ইয়াবা ও বিভিন্ন মামলায় পরোয়ানা ভুক্ত ৭ আসামী গ্রেফতার
নুর উদ্দিন সুমন, (হবিগঞ্জ):
হবিগঞ্জ সদর থানার ওসি মোঃ মাসুক আলীর নির্দেশে এসআই মোঃ জুয়েল সরকার সহ একদল পুলিশ হবিগঞ্জ সদর থানাধীন বিভিন্ন এলাকায় পৃথক পৃথক অভিযানে অস্ত্র মামলার ৬ মাসের সাজা পরোয়ানাসহ একাধিক অস্ত্র, মাদক, ডাকাতি মামলার পলাতক আসামী সহ পরোয়ানাভুক্ত ৭ আসামীকে গ্রেফতারে সদর মডেল থানা পুলিশ । আসামীরা হলেন : অস্ত্র মামলার ৬ মাসের সাজা পরোয়ানাসহ একাধিক অস্ত্র, মাদক, ডাকাতি মামলার পলাতক আসামী আমিরুল মিয়া(৩৫), ইউনুছ মিয়া(৪৭), আইয়ুব আলী(৬৭) মালেকা খাতুন(৫৫) রুমানা আক্তার(৩০)। এছাড়াও হবিগঞ্জ সদর থানাধীন ৬ নং রাজিউড়া ইউনিয়নে অভিযান পরিচালনা করে ৩৮ পিস ইয়াবা সহ আমিরুল ও ডলি নামে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের বিকেলে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এ ধরণের অভিযান অব্যাহত আছে বলে ওসি মোঃ মাসুক আলী জানান।