শিরোনাম

South east bank ad

ফুলবাড়িয়ায় জিংক সমৃদ্ধ ব্রি-৭২ জাতের ধানের মাঠ দিবস

 প্রকাশ: ১৭ নভেম্বর ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

মো: আব্দুস ছাত্তার, (ফুলবাড়িয়া) :

বাংলাদেশে মানবদেহে জিংকের ঘাটতি একটি অন্যতম প্রধান সমস্যা। এ সমস্যার সমাধান কল্পে দেশের কৃষি বিজ্ঞানীরা গবেষণার মাধ্যমে জিংক সমৃদ্ধ ব্রি ধান-৬২, ব্রি ধান-৬৪, ব্রি ধান-৭২ উদ্ভাবন করেন। বর্তমান রোপা আমন মৌসুমে ব্রি ধান-৬২ এবং ব্রি ধান-৭২ একটি স্বল্প জীবনকাল বিশিষ্ট অধিক ফলনশীল জাত হিসেবে চাষীদের মধ্যে জনপ্রিয়তা পেয়েছে। এ জাতের ধানকে ব্র্যান্ডিং করা এবং সর্ব সাধারনের দেহের জিংক উপাদানের ঘাটতি পূরনার্থে সরকারের পাশাপাশি এনজিওদের মাধ্যমে সম্প্রসারিত হচ্ছে কৃষক পর্যায়ে। ধারাবাহিকতায় ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার কালাদহ ইউনিয়নের নিজপাড়ায় মাঠ দিবসের আয়োজন করে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ, ফুলবাড়ীয়া এপি।

আজ বুধবার (১৭ নভেম্বর) অনুষ্ঠিত মাঠ দিবসে বক্তব্য রাখেন উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার পৃতিশ চন্দ্র পাল, ফুলবাড়ীয়া এপি ম্যানেজার জেমস বিশ্বাস, উপসহকারী কৃষি অফিসার জাহিদুল ইসলাম, এপি’র প্রোগ্রাম অফিসার নাদিয়া খাতুন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কালাদহ গ্রাম উন্নয়ন কমিটি সভা প্রধান মো: মোবারাক আলী মাস্টার।

এপি সূত্রে জানা যায়, জিংক সমৃদ্ধ ধান আবাদে অত্র ইউনিয়নে সরকারীভাবে ২০জন, ওয়ার্ল্ড ভিশন ৪ জন ও নিজ উদ্যোগে ৭ জন মোট ৩১জন কৃষক এ ধান আবাদ করেন। অনুষ্ঠানের মাধ্যমে কৃষকগণ তাদের অভিজ্ঞতা শেয়ার করেন এবং আমন্ত্রিত অতিথিরা তাদের বক্তব্যের মাধ্যমে মানব দেহে জিংকের গুরুত্ব এবং এই ধান চাষের উপকারিতা তুলে ধরেন। আগামীতে এ ধান চাষীর সংখ্যা আরো বৃদ্ধি পাবে বলে আশা করা যাচ্ছে।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: