জামালপুরে আচরণ বিধি প্রতিপালন ও আইন শৃঙ্খলা সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত
শামীম আলম, (জামালপুর):
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন-২০২১ উপলক্ষে জামালপুরে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সাথে "আচরণ বিধি প্রতিপালন ও আইন শৃঙ্খলা সংক্রান্ত" মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৬ নভেম্বর) শহরের মির্জা আজম অডিটোরিয়াম, মেলান্দহ ও ইসলামপুর অডিটোরিয়ামে আগামী ২৮ নভেম্বর মেলান্দহ ও ইসলামপুর উপজেলার ইউনিয়ন পরিষদ নির্বাচন/২১ উপলক্ষে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সাথে আচরণ বিধি প্রতিপালন ও আইন শৃঙ্খলা সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মেলান্দহ ও ইসলামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (যথাক্রমে) এর সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোর্শেদা জামান।
এসময় আরও উপস্থিত ছিলেন,জামালপুর জেলা পুলিশ সুপার নাছির উদ্দিন আহমেদ, সহকারী পুলিশ সুপার (ইসলামপুর সার্কেল) মোঃ সুমন মিয়া, সহকারী পুলিশ সুপার (মাদারগঞ্জ সার্কেল) সজল কুমার সরকার, জেলা নির্বাচন অফিসার গোলাম মোস্তফাসহ নির্বাচন সংশ্লিষ্ট অফিসের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
সভায় বক্তারা বলেন, ইউনিয়ন পরিষদ নির্বাচন হবে, অবাধ সুষ্ঠু নিরপেক্ষ ও শতভাগ গ্রহনযোগ্য নির্বাচন।
মতবিনিময় সভায় মেলান্দহ ও ইসলামপুর উপজেলায় ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান, মেম্বার ও সংরক্ষিত মহিলা মেম্বার পদে সকল পদপ্রার্থী অংশগ্রহন করেন।