শিরোনাম

South east bank ad

জাহাজ ডুবিতে চলছে নিখোঁজদের উদ্ধার অভিযান

 প্রকাশ: ১৬ নভেম্বর ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

বিডিএফএন টোয়েন্টিফোর.কম

মোংলা বন্দরে বিদেশি বাণিজ্যিক জাহাজের ধাক্কায় ৬শ’ মেট্রিকটন কয়লা নিয়ে বাল্কহেড ডুবির ঘটনায় পাঁচ নাবিকের মধ্যে দুজন সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও তিনজন এখনও নিখোঁজ রয়েছেন। নিখোঁজদের উদ্ধারে কোস্টগার্ডের অভিযান চলছে।

সোমবার রাত সাড়ে ৯টায় বন্দরের হারবাড়িয়ার-৯ নম্বর বয়া এলাকার পশুর নদীতে এ ঘটনা ঘটে।
নিখোঁজ তিনজনের নাম-পরিচয় পাওয়া গেছে। এরা হলেন- জাহাজের (সুকানি) মোঃ মহিউদ্দিন, (গ্রিজার) নূর আলম ও (স্টাফ) মোঃ রবিউল ইসলাম।

মোংলা কোস্টগার্ডের পশ্চিম জোনের মিডিয়া উইংয়ের অফিসার মো. আবু সুমা জানান, ডুবে যাওয়া বাল্কহেডটিতে মোট পাঁচজন নাবিক ছিলেন। তাৎক্ষণিকভাবে দুজন নদী সাঁতরে তীরে উঠতে সক্ষম হয়। বাকি তিনজন নিখোঁজ রয়েছে। তাদের উদ্ধারে কোস্টগার্ডের অভিযান অব্যাহত হয়েছে।

বন্দর কর্তৃপক্ষের ডেপুটি হারবার মাস্টার কমান্ডার শেখ ফখর উদ্দিন বলেন, দুর্ঘটনায় বন্দর চ্যানেল নিরাপদ রয়েছে। বাণিজ্যিক জাহাজ চলাচলে কোনো অসুবিধা হচ্ছে না। ঘটনার পরপরই সেখানে মার্কিং বয়া স্থাপন করা হয়েছে।

বিদেশি জাহাজ ‘এলিনা বি’র স্থানীয় এজেন্ট টগি শিপিংয়ের ব্যবস্থাপক খন্দকার রিয়াজ জানান, বন্দরে অবস্থান করা বিদেশি জাহাজ ‘এলিনা বি’ থেকে ৬শ’ টন কয়লা নিয়ে বাল্কহেড ‘ফারদিন-১’ ঢাকায় যাচ্ছিল। পণ্য খালাস শেষে বন্দর ত্যাগ করার সময় হ্যান্ডিপার্ক নামে অপর একটি বিদেশি জাহাজ বাল্কহেডটিকে ধাক্কা দিলে সেটি কাত হয়ে নাবিকেরা নদীতে ছিটকে পড়েন।

পরে পানি ঢুকে বাল্কহেডটি নদীতে ডুবে যায়। এ সময় বাল্কহেডটিতে একজন নিরাপত্তাকর্মীসহ ৭ নাবিক ছিলেন।

তিনি আরও বলেন, হ্যান্ডিপার্ক জাহাজটি গত ১০ নভেম্বর টিএসপি সার নিয়ে মোংলা বন্দরে আসে। পণ্য খালাস শেষে পানামা পতাকাবহী হ্যান্ডিপার্ক জাহাজ (মাদার ভেসেল) বন্দর ত্যাগ করার সময় এই দুর্ঘটনা ঘটে।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: