হাসান আজিজুল হকের সাহিত্যকর্ম এই জনপদের দর্পণ : তথ্যমন্ত্রী
বিডিএফএন টোয়েন্টিফোর.কম
বাংলা কথাসাহিত্যের অবিনশ্বর রুপকার শিল্পী হাসান আজিজুল হকের মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ।
আজ এক শোক বার্তায় হাছান মাহমুদ বলেছেন, তার সাহিত্য এই জনপদের মানব মনের এক স্থায়ী দর্পণ হয়ে থাকবে।
বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগদান শেষে দেশের উদ্দেশে রওনা হওয়ার প্রাক্কালে ড. হাছান সোমবার রাতে ৮২ বছর বয়সে এই অনন্য প্রতিভাধর সাহিত্যিকের মৃত্যু সংবাদে প্রেরিত শোকবার্তায় বলেন, একুশে পদক, স্বাধীনতা পুরস্কার ও ভারতের পশ্চিমবঙ্গের আনন্দ পুরস্কারে ভূষিত হাসান আজিজুল হকের অভাব অপূরণীয়। ষাটের দশকের বাঁক বদলের এই কথাশিল্পীর রচনাবলী আমাদের সাহিত্যকে কালজয়ী সমৃদ্ধি এনে দিয়েছে।
হাছান মাহমুদ তার বার্তায় প্রয়াতের বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবার ও সকল শুভানুধ্যায়ীর প্রতি গভীর সমবেদনা জানান। বাসস