কালকিনিতে বোমা হামলায় আহত কৃষকের মৃত্যু
আরাফাত হাসান, (মাদারীপুর) :
মাদারীপুরের কালকিনিতে দ্বিতীয় ধাপের ইউপি নির্বাচনকে ঘিরে দুই চেয়ারম্যান প্রার্থীর সংঘর্ষে বোমা হামলায় আহত কৃষকের মৃত্যু হয়েছে। সোমবার (১৫ নভেম্বর) সকালে ঢাকা মেডিকেলে মারা যান কৃষক আলমগীর প্যাদা।
এর আগে গত ১০ নভেম্বর (বুধবার) সকালে কালকিনির সিডিখান ইউনিয়নের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী চাঁন মিয়া শিকদার ও স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মিলন মিয়ার সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় শতাধিক ককটেল ও হাতবোমা বিস্ফোরনের ঘটনা ঘটে। এতে আহত হয় অন্তত ২০ জন। আহতদের উদ্ধার করে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। তাদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক অবস্থায় বরিশাল শের-ই বাংলা মেডিকেলে প্রেরণ করা হয়। পরে তাদের মধ্যে আলমগীর প্যাদার অবস্থা গুরুতর হওয়ায় তাকে ওইদিনই ঢাকা মেডিকেলে প্রেরণ করে চিকিৎসক। ৫দিন চিকিৎসা নেয়া শেষে ১৫ নভেম্বর (সোমবার) সকালে ওই কৃষক মারা যান। তার মৃত্যুতে পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। অপ্রীতিকর পরিস্থিতি মোকাবেলা মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ।
মাদারীপুরের কালকিনি থানার ওসি ইশতিয়াক আসফাক রাসেল বলেন, কৃষকের মৃত্যুকে কেন্দ্র করে কোন ধরনের পরবর্তী সহিংসতা এড়াতে পুলিশ তৎপর রয়েছে।
গত ১১ নভেম্বর মাদারীপুরের কালকিনি উপজেলার ১৩ ইউনিয়নে অনুষ্ঠিত হয় পরিষদ নির্বাচন। এই নির্বাচনে সিডি খান ইউনিয়নে নৌকার প্রার্থী চাঁনমিয়া শিকদার বিজয়ী হন।