শিরোনাম

South east bank ad

শ্রীবরদীতে ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার

 প্রকাশ: ১৫ নভেম্বর ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

শেখ সাঈদ আহাম্মেদ সাবাব, (শেরপুর):

শেরপুরের শ্রীবরদীতে অভিযান চালিয়ে ২২২ পিস ইয়াবা ট্যাবলেটসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১৪। ১৫ নভেম্বর সোমবার বিকেলে উপজেলার ভেলুয়া ইউনিয়নের চরহাবর গ্রাম থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হচ্ছে, স্থানীয় মৃত গফুর মন্ডলের ছেলে আবুল হাসেম ওরফে কালা নুরানী (৩৪) ও মৃত ইসাহাক আলীর ছেলে রুবেল মিয়া (৩০)।

জানা যায়, সোমবার বিকেল সোয়া ৫টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৪, সিপিসি-১, জামালপুর ক্যাম্পের কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লিডার আশিক উজ্জামানের নেতৃত্বে এবং অতিরিক্ত পুলিশ সুপার মৃনাল কান্তি সাহার উপস্থিতিতে শ্রীবরদী উপজেলার ভেলুয়া ইউনিয়নের চরহাবর গ্রামে অভিযান চালায় র‌্যাব সদস্যরা। ওইসময় স্থানীয় সজীব জেনারেল স্টোরের সামনে পাকা রাস্তা থেকে ২২২ পিস ইয়াবা ট্যাবলেটসহ আবুল হাসেম ও রুবেল মিয়াকে আটক করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য প্রায় ৬৭ হাজার টাকা।

এ ব্যাপারে র‌্যাব-১৪, সিপিসি-১, জামালপুর ক্যাম্পের কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লিডার আশিক উজ্জামান জানান, ওই ঘটনায় ধৃত আসামিদের বিরুদ্ধে শ্রীবরদী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

তিনি আরও বলেন, গ্রেফতারকৃত আসামিরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছে, তারা দীর্ঘদিন যাবৎ শ্রীবরদীর বিভিন্ন স্থানে মাদক ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: