আবারো তেজগাঁওয়ের ডিসি বিপ্লব কুমার সরকার
বিডিএফএন টোয়েন্টিফোর.কম
আবারো তেজগাঁওয়ের ডিসি হলেন বিপ্লব কুমার সরকার। এছাড়া তেজগাঁও বিভাগের ডিসি মো. শহিদুল্লাহকে ডিএমপির কাউন্টার টেরোরিজমের ইনভেস্টিগেশন বিভাগের ডিসি ও ডিএমপির ডিসি সঞ্জিত কুমার রায়কে সচিবালয় নিরাপত্তা বিভাগের ডিসি পদে বদলি করা হয়েছে।
আজ সোমবার (১৫ নভেম্বর) ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম স্বাক্ষরিত এক আদেশে এ বদলি করা হয়।
বিপ্লব কুমার রংপুর জেলার পুলিশ সুপার (এসপি) ছিলেন। গত ১৮ অক্টোবর তাকে ডিএমপিতে বদলি করা হয়। তারও আগে বিপ্লব কুমার তেজগাঁও বিভাগের ডিসি ছিলেন।