শিরোনাম

South east bank ad

কনস্টেবল পদে মেধাবীদের চাকরি দেয়া হবে : পুলিশ সুপার

 প্রকাশ: ১৫ নভেম্বর ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

রাশেদ ইসলাম, (জয়পুরহাট) :

"চাকরি নয়, সেবা" এই শ্লোগানে জয়পুরহাট পুলিশ লাইন্স মাঠে বাংলাদেশ পুলিশ ট্রেইনি রিক্রুট কনস্টেবল পদে নিয়োগের দ্বিতীয় দিনের শারীরিক সক্ষমতা যাচাই Physical Endurance(PET) টেস্ট কার্যক্রম সুষ্ঠভাবে সম্পন্ন হয়েছে।

সোমবার (১৫ নভেম্বর) সকাল ৯ টায় জয়পুরহাট পুলিশ লাইন্স মাঠে প্রথম দিনের উত্তীর্ণ প্রার্থীদের নিয়ে দ্বিতীয় দিনের কার্যক্রম শুরু হয়। বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ-২০২১ এর দ্বিতীয় দিনে শারীরিক সক্ষমতা যাচাই Physical Endurance(PET) টেস্ট এর ১ম ইভেন্ট (২০০ মিটার দৌড়), ২য় ইভেন্ট (পুশ আপ), ৩য় ইভন্ট (লং জাম্প), ৪র্থ ইভেন্ট (হাই-জাম্প) ইভেন্টে-এ বিভিন্ন কোটা ভিত্তিতে পুরুষ ও নারী যোগ্য প্রার্থীদের বাচাই করা হয়।

পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূঞা কনস্টেবল পদে চাকুরি প্রত্যাশিদের উদ্দেশ্যে বলেন, বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ-২০২১ নিয়োগে শুধুমাত্র যোগ্য ও মেধাবীদের চাকরি দেয়া হবে। এবাবের কনস্টেবল পদে নিয়োগ হবে অত্যন্ত স্বচ্ছ, নিরপেক্ষ এবং দুর্নীতিমুক্ত। যে সকল পরীক্ষার্থী শারীরিক পরীক্ষায় যোগ্য বিবেচিত হয়ে অন্যান্য সকল পরীক্ষায় ভাল করবে শুধুমাত্র তারাই এবার কনস্টেবল পদে নিয়োগ পাবে।

তিনি আরো বলেন, এ বছর যারা ট্রেইনি রিক্রুট কনস্টেবল(টিআরসি) পদে নিয়োগপ্রাপ্ত হবে তারা তাদের নিজ যোগ্যতায় নিয়োগ প্রাপ্ত হবে বিধায় তারা এবং তাদের পরিবার যেন কোন প্রকার প্রতারক বা দালাল চক্রের খপ্পরে না পড়ে এ বিষয়ে সর্তক থাকার জন্য আহ্বান জানান।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: